ঝিনাইদহ প্রতিনিধি: কোটচাঁদপুর উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের মিটিং গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস রুমে অনুষ্ঠিত হয়। কোটচাঁদপুর উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি বিগত নির্বাহী অফিসার দেবপ্রসাদ পাল বদলি হওয়ার পর নবাগত নির্বাহী অফিসার ও শিল্পকলা একাডেমির সভাপতি অফিসার শাম্মী ইসলামের সভাপতিত্বে এটাই প্রথম মিটিং। এ সময় উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর পৌর মেয়র জাহিদুল ইসলাম জাহিদ, পরিষদের সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা, নির্বাহী কমিটির সদস্য শিক্ষক শাহাজাহান আলী, ক্রীড়া সংগঠক রতন খান, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংগীত শিল্পী গীতিকার ও সুরকার ইউনুস আলী মোল্লা, বিশিষ্ঠ ছড়াকার মিতুল সাইফ, একাডেমির প্রধান প্রশিক্ষক (বাদ্যযন্ত্র) ও সংগঠক অঞ্জন মেহেদী ও প্রতিমা রানী শর্ম্মা। আলোচনায় অন্যান্য সিদ্ধান্তের মধ্যে আগামী ১ জানুয়ারি ২০১৭ সাল থেকে যথারীতি ছাত্র-ছাত্রীদের ক্লাস শুরু হবে। সে ক্ষেত্রে গতকাল ১ ডিসেম্বর ২০১৬ থেকে মাসব্যাপী উপজেলা শিল্পকলা একাডেমি থেকে নৃত্যকলা, সঙ্গীত ও চারুকলা’র জন্য ফর্ম বিতরণ ও ভর্তি নেয়া শুরু হয়। এছাড়া শিল্পকলা একাডেমির নিজস্ব জায়গা না থাকায় মিটিং-এ উপস্থিত মেয়র জাহিদুল ইসলামের নিকট পরিষদের নেতৃবৃন্দ পৌরসভার জমি থেকে এক খণ্ড জমি প্রদানের অনুরোধ জানালে মেয়র জাহিদুল ইসলাম বলেন, আমি আছি আপনাদের সাথে ভালো একটি উদ্যোগের জন্য। আমার পৌরবাসীসহ উপজেলার সকলে উপকৃত হবে সে জন্য অবশ্যই আইন মেনেই শিল্পকলা একাডেমির জন্য জমি দেয়া হবে বলে তিনি আশ্বস্থ করেন।