জীবননগরের আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে জনসচেতনতামূলক সমাবেশ

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: ‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এ স্লোগান নিয়ে জীবননগরের আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী স্লোগান সংবলিত খাতা ও জ্যামিতি বক্স বিতরণ উপলক্ষে জনসচেতনামূলক সমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় চত্বরে ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নিবার্হী কর্মকর্তা নুরুল হাফিজের সভপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত উপ-পরিচালক আব্দুল গাফফার। সমাবেশে তিনি কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে দুর্নীতি বিরোধী বক্তব্য তুলে ধরেন। তিনি উপস্থিত সকলকে দুর্নীতিকে না বলে বিদায় দেয়ার আহ্বায়ন জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম, পিটিএ কমিটির সভাপতি মুন্সি রোকনুজামান, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শরিফুল ইসলাম, আন্দুলবাড়িয়া সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাগরিকা বিশ্বাস, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীগণ। আলোচনাসভা শেষে সভাপতি উপজেলা নিবার্হী কর্মকর্তা নুরুল হাফিজ শিক্ষার্থী ও উপস্থিত সকলকে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান। অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে দুর্নীতি বিরোধী খাতা ও জ্যামিতি বক্স শিক্ষার্থীদের হাতে তুলে দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।

 

Leave a comment