আন্দুলবাড়িয়ার প্রান্তিক কৃষকের একবিঘা জমির কপি ক্ষেত কেটে সাবাড়

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়ার জীবলের মাঠে এক প্রান্তিক কৃষকের একবিঘা জমির কপি ক্ষেত দুর্বৃত্তচক্র ধারালো অস্ত্র দিয়ে কেটে সাবাড় করে দিয়েছে। গত বুধবার দিনগত রাতের কোনো এক সময় সুযোগ বুঝে দুর্বৃত্তচক্র এ তাণ্ডব চালায়। গ্রাম্য শুত্রুতার জের ধরে এঘটনা ঘটানো হয়েছে বলে ক্ষেতমালিক জানান। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড়লাখ টাকা বলে জানা গেছে।

এলাকাবাসীসূত্রে জানা গেছে, আন্দুলবাড়িয়ার অনন্তপুর গ্রামের প্রান্তিক কৃষক কামাল হোসেন চলতি মরসুমে জীবলের মাঠে একবিঘা কপি চাষ করেন। তিনি ধারদেনা করে সংসারের সচ্ছলতার আশায় কপি ক্ষেতের পরির্চয়া করে আসছিলেন। কয়েক দিনের মধ্যে ধরন্ত কপি বিক্রি করার প্রস্তুতি নিচ্ছলেন। এ বছর কপি চাষ লাভজনক হওয়ায় কৃষক কামাল হোসেনের মুখে হাসি ফোটে। গত বুধবার দিনগত রাতে অজ্ঞাত দুর্বত্তচক্র ধারালো অস্ত্র দিয়ে কপি ক্ষেত কেটে লণ্ডভণ্ড করে দেয়। গতকাল সকালে কপি ক্ষেতে গিয়ে ক্ষেত মালিক কৃষক কামাল হোসন এ দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন। ক্ষয়ক্ষতির কারণে হাসির পরির্বতে এখন তিনি হতাশা গ্রস্ত হয়ে পড়েছেন। শুত্রুতামূলক কৃষিক্ষেত ক্ষতিসাধন করায় কৃষি অর্থনীতিতে এর প্রভাব পড়ছে বলে এলাকার সচেতন মহল মনে করছেন।

 

Leave a comment