স্বামীকে খুঁজে পেতে সংবাদ সম্মেলন করলেন বাঁশবাড়িয়ার অসহায় গৃহবধূ শামীমা আক্তার

 

আলমডাঙ্গা ব্যুরো: স্বামীকে খুঁজে পেতে সংবাদ সম্মেলন করেছেন আলমডাঙ্গার বাঁশবাড়িয়া গ্রামের অসহায় গৃহবধূ শামীমা আক্তার। গত ২১ নভেম্বর রাতে পানবরজ পাহারাকালে পুলিশ পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে পঠিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, গত ২১ নভেম্বর রাতে বাঁশবাড়িয়ার আইজেল হকের ছেলে জিয়াউর রহমান অন্যান্য কয়েকজনের সাথে নিজের পানবরজ পাহারা দিচ্ছিলেন। সে সময় ৭/৮ জন ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যায়। জিয়াউর রহমানের নামে থানায় একটি মামলা ও একটি ওয়ারেন্ট রয়েছে। সে কারণে পরিবারের ধারণা তাকে হয়তো পুলিশ ধরে নিয়ে গেছে। পরদিন পরিবারের পক্ষ থেকে, থানা, ফাঁড়ি এমনকি জেলহাজতে খোঁজ নিয়েও তার হদিস মেলেনি। ইতোমধ্যে এ ঘটনার ৯/১০ দিন অতিবাহিত হতে চলেছে। বর্তমানে জিয়াউর রহমানের পরিবার চরম উৎকণ্ঠা ও আতঙ্কের মধ্যে রয়েছে। জিয়াউর রহমানের ভবিষ্যত নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বামীকে খুঁজে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন শামীমা আক্তার।