মহেশপুরে ভুয়া দাখিলা প্রণয়ন ভূমি অফিসের পিয়ন গ্রেফতার

 

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর সহি জাল করে টাকার বিনিময়ে জাল ভূমি উন্নয়ন করের দাখিলা দিয়ে জমি রেজিষ্ট্রি করার অভিযোগ দীর্ঘদিনের। এ অভিযোগের প্রমাণ মিলেছে। ভূমি অফিসের এমএলএসএস রেজাউল হক ওরফে ভাস্কর এবার হতে নাতে ধরা পড়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে।

ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর দুপুরে মহেশপুর উপজেলা সাব রেজিষ্টার অফিসে উপজেলার নেপা ইউনিয়ন ভূমি অফিসের এমএলএসএস রেজাউল হক ভাষ্কর ১৮ হাজার টাকার বিনিময়ে স্বরুপপুর ইউনিয়নের ঈশালডাঙ্গা গ্রামের মহিউদ্দীনের নিকট ভূমি উন্নয়ন করের দুটি দাখিলা বিক্রি করেন। যাহা দিয়ে তিনি গত মঙ্গলবার দুপুরে ১৬ শতক জমি রেজিষ্ট্রি করতে যান। রেজিষ্ট্রি করাকালীন সময় উপজেলা সাব রেজিষ্ট্রার শাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের সহি জাল মনে করে চ্যালেঞ্জ করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) কর্তকর্তা চৌধুরী রওশন ইসলাম তার সহি জাল বলে জানান। মহিউদ্দীনের ছেলে আমিনুর রহমান জানান, ১৮ হাজার টাকার বিনিময়ে আমরা রেজাউল হক ভাষ্করের কাছ থেকে দুটি ভূমি উন্নয়ন করের দাখিলা ক্রয় করেছিলাম, যা জমি রেজিষ্ট্রি করতে গিয়ে জাল বলে প্রমাণিত হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী রওশন ইসলাম জানান, নেপা ইউনিয় ভূমি অফিসের সহকারী কর্তকর্তা শাহাজান আলী অফিসে না থাকার কারণে অফিসের পিয়ন ভাষ্কার ভূমি উন্নয়ন করের দাখিলা বই থেকে ৮টি পৃষ্ঠা ছিড়ে নিয়ে আসে। তাকে সাময়িকভাবে বরখাস্ত করে পুলিশে দেয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জাল দাখিলা বিক্রির অপরাধে নেপা ইউনিয়নের এমএলএসএস রেজাউল হক ভাষ্করকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।