কাশ্মিরে সেনা ছাউনিতে জঙ্গি হামলায় দুই কর্মকর্তাসহ ৭ ভারতীয় সেনা নিহত
মাথাভাঙ্গা মনিটর: ভারত-শাসিত জম্মু কাশ্মিরে একটি সেনা ছাউনিতে জঙ্গি হামলায় অন্তত সাতজন ভারতীয় সেনা নিহত হয়েছেন। এই সাতজনের দুজন কর্মকর্তা অন্যরা সেনা সদস্য। জম্মু শহরের কাছে নাগরোটায় গতকাল মঙ্গলবার ভোরে এই হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত তিন থেকে চারজন জঙ্গিও প্রাণ হারিয়েছে। কাশ্মিরে আরেকটি সংঘর্ষে বিএসএফের সাথে গুলির লড়াইতে তিনজন সন্দেহভাজন অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে। গতকাল বেলা ৫টায় সেনা ছাউনির ভেতর থেকে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। পাঠানকোট ও উরির পর চলতি বছরে এটি ভারতের কোনো সেনা শিবিরে আবার একটি বড় মাপের হামলা। নাগরোটার ঘটনা ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতকে আরও তীব্র করে তুলবে বলেই ধারণা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গে হেলিকপ্টার বিধ্বস্ত : ৩ সেনা কর্মকর্তা নিহত
মাথাভাঙ্গা মনিটর: ভারতের পশ্চিমবঙ্গের সুকনা সামরিক ক্যাম্পে একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন সেনা কর্মকর্তা নিহত হয়েছে। গতকাল বুধবার সকালের এই দুর্ঘটনায় আরও একজন জুনিয়র কমিশন্ড কর্মকর্তা গুরুতর আহত হয়েছে। স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে শিলিগুড়ির কাছে অবস্থিত সুকনা সামরিক ঘাটির হেলিপ্যাডে নামার সময় এই দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই তিনজন কর্মকর্তা নিহত হয়, একজন জেসিওকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ভারতীয় সেনাবাহিনীর ৩৩ কোর সুকনায় অবস্থিত এবং সব বাহন সেনাবাহিনীর অ্যাভিয়েশন কোর পরিচালনা করে। ঘটনার অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জার্মানিতে ইসলাম বিষয়ে বিবৃতির জন্যে গোয়েন্দা কর্মী গ্রেফতার
মাথাভাঙ্গা মনিটর: ইন্টারনেটে ইসলাম বিষয়ে বিবৃতি ও প্রতিষ্ঠানের তথ্য প্রকাশ করায় জার্মান গোয়েন্দা সংস্থা (বিএফভি)’র এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির গণমাধ্যমে একথা বলা হয়েছে। তবে বিএফভি’র এক মুখপাত্র ডি ওয়েল্ট পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটির সত্যতা নিশ্চিত করেন নি। প্রতিবেদনে বলা হয়, এক ব্যক্তি বিএফভি’র কোলাগনে অফিসের বোমা হামলার ষড়যন্ত্র করছে এই সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা সংস্থাটির মুখপাত্র আরও বলেন, ‘কোনো বিপদ হতে পারে এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।’ সন্দেহভাজন লোকটি স্প্যানিশ বংশোদ্ভূত। তিনি ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর্তমানে তার জার্মান নাগরিকত্ব রয়েছে। বিএফভি মুখপাত্র বলেন, লোকটির বিরুদ্ধে ভুয়া পরিচয়ে ইন্টারনেটে ইসলাম সম্পর্কে বিবৃতি দেয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও তার ইন্টারনেটে সংস্থাটির আভ্যন্তরীণ বিষয় প্রকাশ করেন। ডি ওয়েল্ট আরও জানায়, সংস্থাটির তথ্যের ভিত্তিতে লোকটিকে আটক করা হয়। তিনি অপর এক ব্যক্তির সাথে অনলাইনে একটি সম্ভাব্য হামলা সম্পর্কে আলোচনা করছিলেন। ২০১৪ সালে তাদের মধ্যে এ আলোচনা হয়। লোকটির পরিবার এই আলোচনা সম্পর্কে জানতো না।
তুরস্কে ছাত্রীনিবাসে আগুন : নিহত ১২
মাথাভাঙ্গা মনিটর: তুরস্কের আদানা প্রদেশে একটি ছাত্রীনিবাসে আগুন লেগে ১২ জন নিহত হয়েছে। এর মধ্যে ১১ জন কিশোরী রয়েছে। গত মঙ্গলবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। গতকাল বুধবার রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পার্লামেন্টে আদানা প্রদেশে প্রতিনিধি ওমের সেলিক বলেছেন, বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লাগতে পারে। তিনি আরও জানান, এই ঘটনায় অন্তত ২২ জন কিশোরী আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী আছেন। তিনি ছাত্রীনিবাসে কাজ করতেন।
নারীরা অবশ্যই গাড়ি চালাবে : সৌদি যুবরাজ
মাথাভাঙ্গা মনিটর: সৌদি আরবের স্পষ্টভাষী যুবরাজ আলওয়ালিদ নারীদের গাড়ি চালানোর ওপর তার দেশের আরোপ করা নিষেধাজ্ঞা জরুরি ভিত্তিতে তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন। যুবরাজ আলওয়ালিদ বিন তালাল নিজের অফিসিয়াল টুইটার একাউন্টে বলেন, বিতর্ক বন্ধ করুন: নারীদের এখন গাড়ি চালানোর সময় এসেছে। আলওয়ালিদ হচ্ছেন সৌদি রাজ পরিবারের একজন ব্যতিক্রমী স্পষ্টভাষী সদস্য। কোনো রাজনৈতিক পদে না থাকলেও তিনি কিংডম হোল্ডিং কোম্পানির সভাপতির দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, সৌদিআরব বিশ্বের একমাত্র দেশ যেখানে নারীদের গাড়ি চালানো নিষেধ। সেখানে অন্য ধর্ম প্রচারেরও সুযোগ নেই।