নিরাপদ সড়কের লক্ষ্যে চুয়াডাঙ্গায় রোডশো অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: ‘চালালে গাড়ি সাবধানে, বাঁচবে সবাই প্রাণে’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গা বিআরটিএ’র উদ্যোগে রোডশো অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে শহরের কোর্টরোডে এ রোডশো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবপ্রসাদ পাল। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ’র মোটরযান পরিদর্শক এসএম সবুজ, বিআরটিএ’র ড্রাইভিং প্রশিক্ষক মো. জাকির হোসেন প্রমুখ। রোডশো চলাকালে সড়কে চলাচলকারী গাড়িচালক ও পথচারীদের মাঝে ট্রাফিক আইন ও সিগন্যাল সংবলিত লিফলেট বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটিএ চুয়াডাঙ্গা+মেহেরপুর সার্কেল এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, চালকদের কিছু সতর্কতা সড়ককে নিরাপদ করতে সক্ষম। যার মধ্যে বাড়তি গতিতে গাড়ি না চালানো, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, মোবাইলফোন কানে দিয়ে গাড়ি না চালানো, ফিটনেসবিহীন গাড়ি না চালানো এবং একটানা ৮ ঘণ্টার বেশি গাড়ি না চালানো।