সাংবাদিক মানিক সাহা হত্যায় ৯ জনের যাবজ্জীবন
স্টাফ রিপোর্টার: খুলনার সাংবাদিক মানিক চন্দ্র সাহা হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এমএ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন। মামলার নথি থেকে জানা যায়, ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের অদূরে ছোট মির্জাপুর গ্রামে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন সাংবাদিক মানিক চন্দ্র সাহা। তিনি খুলনা প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি, দৈনিক সংবাদ ও একুশে টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান ছিলেন। সাংবাদিক মানিক সাহাকে হত্যার পর ১৭ জানুয়ারি পুলিশের উপপরিদর্শক (এসআই) রঞ্জিৎ কুমার দাস বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা করেন। একই দিন একই থানায় বিস্ফোরক দ্রব্য আইনে অন্য একটি মামলা দায়ের হয়। এরপর ২০০৭ সালের ২ ডিসেম্বর এ মামলার পরবর্তী তদন্ত কর্মকর্তা সদর থানার ওসি ইকবাল হোসেনসহ পাঁচজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে আদালতে দাখিল করা সম্পূরক অভিযোগপত্রে আরও একজনের নাম উঠে আসে। সব মিলিয়ে এ হত্যাকাণ্ডের সাথে ১১ চরমপন্থীর নামে আদালতে অভিযোগপত্র দাখিল হয়। সাক্ষীরা যথা সময়ে সাক্ষ্য না দেয়ায় মামলাটি অনেকটা গতি হারিয়ে ফেলে। অবশেষে মামলার রায় ঘোষণা করা হলো
অজ্ঞান পার্টির বিষে হাসপাতালে একই পরিবারের ৭ জন
স্টাফ রিপোর্টার: ভোলায় বিষযুক্ত খাবার খেয়ে একই পরিবারের শিশুসহ সাতজনের অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, চুরির উদ্দেশ্যে কোনো চক্র ওই পরিবারের খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়েছে। গতকাল মঙ্গলবার রাতের খাবার খেয়ে গুরুতর অসুস্থ সাতজন এখন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে গতকাল বুধবার দুপুর পর্যন্ত পরিবারের শিশু সদস্যটির শুধু জ্ঞান ফিরেছে। গতকাল রাত ৮টার দিকে সদর উপজেলার আলিনগর ইউনিয়নের দক্ষিণ রুহিতা গ্রামের ফরাজি বাড়ির বাসিন্দা বেলাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। বিষাক্ত খাবার খেয়ে বেলাল হোসেন (৬৫), তার স্ত্রী চাঁদ সুলতানা পারভিন (৫৪), দুই ছেলে শাহাদাত হোসেন (২৮) ও তানভীরুল ইসলাম (২৬), দুই মেয়ে উম্মে হাবিবা (১৯) ও সুমাইয়া আক্তার (১৪) এবং নাতনি মাইশা আক্তার (৪) (বড় মেয়ে উম্মে হাবিবার কন্যা) অজ্ঞান হয়ে যায়।
গোয়ালন্দে প্রতিমা ভাঙচুরের ঘটনায় ৩ যুবক গ্রেফতার
স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় সন্দেহভাজন তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ উপজেলার দুটি গ্রামে অভিযান চালিয়ে ওই তিন যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত যুবকদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল বুধবার দুপুরে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত তিনজন হলেন উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাটাখালী গ্রামের রাজ্জাক সরদারের ছেলে রাজু সরদার (২৮), টেংরাপাড়া গ্রামের মোসলেম শেখের ছেলে জসিম শেখ (২৮) এবং একই গ্রামের হায়াত আলী শেখের ছেলে সাগর শেখ (১৯)। তবে ওই তিন যুবক ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। প্রতিমা ভাঙচুর মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে ওই গ্রাম থেকে সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করা হয়। এর আগে বিকেলে প্রতিমা ভাঙচুরের ঘটনায় সুশান্ত কুমার শীল নামের এক ব্যক্তি বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি মামলা (নম্বর-২২) করেন। মামলা দায়েরের পর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
আজ থেকে ১৬ জেলায় পণ্য পরিবহন ধর্মঘট
স্টাফ রিপোর্টার: চাঁদাবাজি বন্ধসহ ৭ দফা দাবিতে আজ বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য পন্য পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলার পরিবহন মালিক শ্রমিকরা। গতকাল বুধবার দুপুরে বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির কার্যালয়ে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের আন্দোলন বাস্তবায়ন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানসহ দেশের সড়ক মহাসড়কের বিভিন্নস্থানে কাগজপত্র যাচাইয়ের চাঁদাবাজি এবং চট্রগ্রামের দারোগার হাটে স্থাপিত অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ কেন্দ্রে (ওভারলোড কন্ট্রোল স্টেশন) স্কেলে নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ আদায় এবং মালিক শ্রমিকদের হয়রানি বন্ধসহ ৭ দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে
উখিয়ায় হাতির পায়ে পৃষ্ট হয়ে কাঠুরিয়ার মৃত্যু
স্টাফ রিপোর্টার: উখিয়ায় হাতির পায়ে পৃষ্ট হয়ে পেঠান আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে স্থানীয় গ্রামবাসী হরিণমারা বাগানের পাহাড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করে। পারিবারিক সূত্রে জানা যায়, পেঠান আলী বনজঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতো। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে লাকড়ি সংগ্রহ করতে গেলে হাতির পায়ে পৃষ্ট হয়ে তিনি মারা যান। উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, হাতির পায়ে পৃষ্ট হয়ে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।