দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা নতিপোতার বিশিষ্ট সার ব্যবসায়ী মামুনকে অপহরণের পর ৪ লাখ টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। অপহরণকারীরা মুক্তিপনের টাকা হাতে পাওয়ার পর মামুনকে গত মঙ্গলবার ভোর ৪টার দিকে মেহেরপুর জেলার গোপালপুর ভেকলার বিল এলাকায় ছেড়ে দেয়। মামুনের চাচাতো ভাই নতিপোতা গ্রামের মন্টুর ছেলে সেলিম, একই গ্রামের শহিদুল দর্জির ছেলে কামু, কালুর ছেলে আরিফ এবং মৃত ইলামের ছেলে মতি এই ৪ জন অপহরণকারীদের মুক্তিপণের টাকা পৌঁছে দিয়ে আসে বলে বিশ্বস্থ সূত্রে জানা গেছে। সূত্র বলেছে, মুক্তিপণের টাকা নিয়ে অপহরণকরীদের নিকট পৌঁছানোর পর সন্ত্রাসিরা তাদের মাথায় পিস্তল ধরে ৪ লাখ টাকা গুনে নেয় এবং মামুনকে চোখ বেঁধে ছেড়ে দেয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ৯টার দিকে নতিপোতা গ্রামের মৃত আজাদ মাস্টারের ছেলে বিশিষ্ট সার ব্যবসায়ী মামুনকে তার বাড়ির নিকটবর্তী গলির মধ্য থেকে অস্ত্রের মুখে অপহরণ করে ১৪/১৫ জনের মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা তাকে অস্ত্রের মুখে অপহরণ করে পার্শবর্তী ঢুড়ির মাঠের দিকে নিয়ে চলে যায় এবং ৮ লাখ টাকা মুক্তিপন দাবি করে।
দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ বলেছেন, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা পুলিশের সহযোগিতায় আমরা মামুনকে উদ্ধারের সর্বাত্তক প্রচেষ্টা চালানোর এক পর্যায়ে অপহরণকারীরা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে।