দামুড়হুদায় গরু চুরির হিড়িক : পরপর তিন রাতে ৮ টি গরু চুরি : নির্বিকার পুলিশ

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় গরু চুরির হিড়িক পড়েছে। প্রতি রাতেই গরু চুরি হলেও পুলিশ প্রশাসন তাদের টিকি ছুতে না পারায় মহোৎসবে মেতে উঠেছে সংঘবদ্ধ গরু চোরচক্র। গত রোববার রাতে দামুড়হুদার উজিরপুরের কৃষক মিণ্টু মোল্লার গোয়ালঘর থেকে ৩টি গরু চুরির হয়ে গেছে। এছাড়া সোমবার রাতে উপজেলার পুরাতন বাস্তুপুরের আব্দুল কাদেরের ছেলে শহিদুলের ২টি হালের গরু চুরি হয়ে যায় এবং গত মঙ্গলবার রাতে দামুড়হুদা মাদরাসাপাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুর রাজ্জাকের ৩টি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ গরু চোরচক্র। এদিকে এলাকায় একের পর এক গরু চুরির ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরণের পদক্ষেপ না নেয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার চাষিরা।

Leave a comment