দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ রামনগরের বকুল নামের অভিযুক্ত এক মাদককারবারীকে গ্রেফতার করেছে। বকুলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতপরশু মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান দর্শনা পুরাতন বাজার মোড়ে। এ সময় ভ্যানযোগে গ্যাস সিলিন্ডার নিয়ে দর্শনা রেলবাজার এলাকার উদ্দেশে যাচ্ছিলো দর্শনা রামনগর স্কুলপাড়ার আ. রহমানের ছেলে বকুলকে (৩৫) পুলিশ পুরাতন বাজার মোড় থেকে সন্দেহমূলকভাবে গ্রেফতার করে। গ্যাস সিলিন্ডার তল্লাশি চালিয়ে অভিনব কায়দার সেটিং করা অবস্থায় ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে গতকাল বুধবার দামুড়হুদা থানায় বকুলের বিরুদ্ধে দায়ের মামলা করেছেন।