ঝিনাইদহে করপোরেট আয়কর নিশ্চিতসহ ৪ দফা দাবিতে র‌্যালি ও মানববন্ধন

OLYMPUS DIGITAL CAMERA

 

ঝিনাইদহ প্রতিনিধি: করপোরেট আয়কর নিশ্চিত, জেলাভিত্তিক বাজেট প্রণয়নসহ ৪ দফা দাবিতে ঝিনাইদহে র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে গণতান্ত্রিক বাজেট আন্দোলন। গতকাল বুধবার সকালে শহরের এইচএসএস সড়কের খাদ্য গুদামের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোস্টঅফিস মোড়ে গিয়ে মানবন্ধনে মিলিত হয়। ওই সময় বক্তব্য রাখেন- জেলা গণতান্ত্রিক বাজেট আন্দোলনের আহ্বায়ক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, সদস্য সচিব হায়দার আলী, উন্নয়ন ধারার নির্বাহী পরিচালক কৃষিবিদ শহীদুল ইসলাম, কৃষি বিভাগের প্রাক্তন ডিডি কৃষিবিদ আহমেদ হোসেন, উই’র নির্বাহী পরিচালক শরীফা খাতুন, কৃষিবিদ রাজু আহমেদ, কৃষিবিদ রুবেল আলী প্রমুখ। সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বাধীন কৃষক সংগঠন নেতা, কৃষাণীসহ স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। বক্তারা, পরোক্ষ কর কমিয়ে প্রত্যক্ষ করা বাড়ানোসহ সরকারের প্রতি আহ্বান জানান। সেই সাথে করপোরেট ট্যাক্স ফাঁকিসহ অর্থ পাচার বন্ধের দাবি জানান।