ব্যস্ততম দর্শনা–মুজিবনগর সড়ক অবরুদ্ধ : জনদুর্ভোগ চরমে
দর্শনা অফিস: ভারত থেকে আমদানিকৃত পাথরভর্তি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। দর্শনা আন্তর্জাতিক স্টেশন এলাকার পুরাতন বাজার রেলগেট নামক স্থানে পাথরভর্তি একটি বগি ক্রসিংকালে লাইনচ্যুত হয়। দর্শনা-মুজিবনগর ব্যস্ততম সড়কটি হয়ে পড়েছে অবরুদ্ধ। উদ্ধার প্রক্রিয়া চলছে। জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে পাথরভর্তি ওয়াগন লাইন ক্রসিং করা হচ্ছিলো। এ সময় পুরাতন বাজার রেলগেটে লাইনচ্যুত হয় দুটি বগি। এতে রেলগেটের দুপাশে সৃষ্টি হয় যানবাহনের দীর্ঘলাইন। ফলে দর্শনা-মুজিবনগর সড়কে চলাচল বন্ধ হয়ে যায়। একই স্থানে প্রায় এ ধরনের ঘটনায় চরম দুর্ভোগ পোয়াতে হয় এ রুটে চলাচলকারী যানবাহন ও জনসাধারণকে। দীর্ঘদিনের সমস্যা সমাধানে কর্তৃপক্ষের নজর দেয়া উচিত বলে এলাকাবাসির দাবি। এদিকে ঘটনার পরপরই বগি থেকে পাথর নামানো কার্যক্রম শুরু করেছে দর্শনা আন্তর্জাতিক স্টেশন কর্তৃপক্ষ। বগি দুটি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসার জন্য খবর দেয়া হয়। দর্শনা আন্তর্জাতিক স্টেশন মাস্টার মীর লিয়াকত আলী জানিয়েছেন, রাতের মধ্যেই উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ রিপোট লেখা পর্যন্ত উদ্ধার প্রক্রিয়া চলছে।