মেহেরপুরে সড়কে নিরাপদে যান চলাচল নিশ্চিত করতে মতবিনিময়সভায় পুলিশ সুপার
মেহেরপুর অফিস: সড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে জেলার ইজি-বাইক ও শ্যালোইঞ্জিনচালিত যান আলগামনের মালিক-চালকদের সাথে মতবিনিময় করেছে মেহেরপুর পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে সদর থানা পুলিশের উদ্যোগে ওই মতবিনিময়সভা করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমান। সদর থানা পুলিশের ওসি ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ মাহমুদ, সহকারী পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, নিরাপদ সড়ক চাই মেহেরপুর জেলার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তুহিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান, ইজিবাইক মালিক ও চালক সমিতির সভাপতি সাজ্জাদুল আনাম, সাধারণ সম্পাদক আল মামুন, সদর থানার সেকেন্ড অফিসার এস আই নূর যায়েদ প্রমুখ।
দুর্ঘটনা রোধে আগামী ১৫ দিনে মধ্যে জেলার সব ইজিবাইক ও শ্যালোইঞ্জিনচালিত যানের সামনের ২ দিকে রিফ্লেকশান স্টিকার লাগাবার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার আনিছুর রহমান। তিনি আশা করেন এতে সড়ক দুর্ঘটনা রোধে মেহেরপুর জেলা হবে সারাদেশের একটি রোল মডেল। তিনি আরও উল্লেখ করেন ২০১৪ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয় ৬ হাজার ৫৮৩, আহত হয় ১০ হাজার ৭৭০ জন। ২০১৫ সালে নিহত হয় ৫ হাজার ৩ আর আহত হয় ৬১১৭ জন। সরকারের নানামুখি পদক্ষেপ ও পুলিশ প্রশসানের আন্তরিক প্রচেষ্টায় ১৮ শতাংশ দুর্ঘটনা কমেছে। বিভিন্ন অনুসন্ধানের মাধ্যমে সড়ক দুর্ঘটনার কারণগুলো চিহ্নিত করে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। মেহেরপুরে শ্যালোইঞ্জিনচালিত যান নছিমন, আলগামন, করিমন, আলমসাধু, ভটভটি ও ইজিবাইকে রিফ্লেটিক স্টিকার বসানোর মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মেহেরপুরের সড়ক-মহাসড়কগুলোতে অবৈধ যান চলাচল নিষিদ্ধ করা হবে। তবে তারা যাতে ক্ষতিগ্রস্থ না হয় সে দিকে খেয়াল রেখে এ সিদ্ধান্ত নেয়া হবে। কারণ, বর্তমানে অর্থনৈতিক অঙ্গণে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছে এসব যান। নিরাপদ সড়কের জন্য পুলিশের পক্ষ থেকে যা যা করণীয় তাই করা হবে।