দামুড়হুদায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভূট্টু, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আলী হোসেন, উপজেলা কৃষি অফিসার সুফি রফিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, জেলা পুষ্টি সহায়ক কর্মকর্তা রুমানা শারমিন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আবুল কাশেম, সেনেটারী ইন্সপেক্টর আব্দুল মতিন, এমটিইপিআই শাহানারা পারভীনসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ এবং ইউপি চেয়ারম্যানগণ। সভায় উপজেলার মোট ১৭৮ কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৩ হাজার ৬২৭ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ২৪ হাজার ৩২২ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়।

Leave a comment