দামুড়হুদার ইটভাটায় চাঁদাবাজির অভিযোগে চারজন গ্রেফতার

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার ইটভাটায় চাঁদাবাজির অভিযোগে ৪ চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল খালেকের নেতৃত্বে এসআই আমজাদ হোসেন, এএসআই সাজেদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গত সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো- দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের রামনগর গ্রামের জিন্নার ছেলে কালু (৩৫), একই গ্রামের মৃত ইসমাইলের ছেলে সাইফুল (৩০), ইছামুদ্দির ছেলে মুসা (২৭) এবং গোপালপুর গ্রামের কাশেমের ছেলে হিরণ (২৮)। দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ৪ জনের মধ্যে ৩ জন এলাকার চিহিৃদ চাঁদাবাজ। তবে সাইফুলের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আজ বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

Leave a comment