তিতুদহের সড়াবাড়িয়ায় বাকপ্রতিবন্ধী কিশোরের আত্মহত্যা

 

পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহের সড়াবাড়িয়ায় মোমিনুল (১৬) নামের এক বাকপ্রতিবন্ধী কিশোর আত্মহত্যা করেছে। সে একই গ্রামের মহি উদ্দিনের ছেলে। জানা গেছে, পারিবারিক কলহের জেরে গত সোমবার মাঝ রাতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে মমিনুল। পরে পরিবারের লোকজন জানতে পেরে রাতেই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।  তার অবস্থার অবনতি হলে ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। সেখানে নেয়ার  পথে তার মৃত্যু হয়।

এদিকে এলাকাবাসী জানায়, বাক প্রতিবন্ধী মোমিনুলের ভাই কাঁচামালের ব্যবসা করতো। সে গ্রামের  অনেক লোকের কাছে ঋণি ছিলো। এরই সূত্রধরে পাওনাদাররা মোমিনুলকে বলে তার ভাই টাকা পরিশোধ করতে না পারলে তাদের বাড়ির সবাইকে পুলিশ ধরে নিয়ে যাবে ভয়-ভীতি প্রদর্শন করে। পরে রাতে সে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য  ফরিদপুরে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

এ বিষয়ে কথা বলা হয় সরোজগঞ্জ ক্যাম্পের ইন চার্জ গাজি আব্দুল ক্যাইয়ুমের সাথে তিনি জানান, বাকপ্রতিবন্ধী মোমিনুল বলে যুবকের এ্যাজমা হাপানি রোগ ছিলো তার পরেও সে একজন প্রতিবন্ধী। মোমিনুল তার পরিবারের কাছে বিয়ের কথা বলে এতে তার পরিবারের লোকজন তাকে বলে তুমি অসুস্থ তোমার রোগ ভালো হোক তার পর তুমি বিয়ে করো। কিন্তু প্রতিবন্ধী মোমিনুল কারো কথা না শুনে ঘরের আসবা পত্র ভাঙচুর করা শুরু করে। পরিবারের লোকজন বাধা দেয়ায় মাঝরাতে ধান ক্ষেতের কিটনাশক পান  করে। পরিবারের লোকজন জানতে পেরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে তার অবস্থা অবনতি হলে ঢাকায় রেফার করে চিকিৎসক। পথিমধ্যে ফরিদপুরে ঘাটে পৌঁছুলে সোমবার রাত ৪টার দিকে মারা যায় মমিনুল।

Leave a comment