চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়ায় যুবককে নির্যাতন ঘটনার জের ধরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় এক যুবককে অকথ্য নির্যাতনের জেরে এক ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়েছে একদল যুবক। এ সময় ব্যবসায়ী একরামুল হক ইকরা পালিয়ে রক্ষা পেলেও তার মোটরসাইকেলটি ভেঙে দিয়েছে যুবকরা। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। মঙ্গলবার দুপুরে জেলা শহরের নিকটবর্তী জাফরপুর বাজারে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোমবার গাড়াবাড়িয়ায় বাকের আলী নামের একজনকে মারধরের ঘটনার জের ধরে এ হামালার ঘটনা ঘটেছে। তবে একরার পরিবার বলেছে, এ ঘটনার ব্যাপারে ইকরা কিছুই জানেন না।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে গত সোমবার বিকেলে নুরনগরের যুবক বাকের আলীকে মারধর ও অকথ্য নির্যাতন করা হয়। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে গাড়াবাড়িয়া গ্রামের হার্ডওয়ার ব্যবসায়ী একরামুল হক জাফরপুর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে এলে নুরনগর গ্রামের একদল যুবক দোকানে হামলা চালায়। এ সময় ইকরামুল হক পালিয়ে রক্ষা পেলেও তার মোটরসাইকেলটি ভেঙে চলে যায় যুবকরা। এ ব্যাপারে ইকরার বড় ভাই সামসুল হক বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ ৬/৭ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন বলে জানান। এজাহারে উল্লেখ করা হয় নূরনগর পুকুরপাড়ার মৃত. সুসাহেবের ছেলে শাকের আলী ও একই গ্রামের আলা ড্রাইভারের ছেলে রসুলসহ অজ্ঞাতনামা ৬/৭ জন পূর্ব শত্রুতার জের ধরে হামলা চালিয়ে দোকানে ভাঙচুর করে। দোকানে থাকা ৮০ হাজার টাকা নিয়ে যায় তারা। এছাড়া একটি মোটরসাইকেল ভাঙচুর করে হামলাকারীরা। সব মিলিয়ে এ হামলাল ঘটনায় ৩ লাখ ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। সদর থানার ওসি তোজাম্মেল হক জানান, এ ব্যাপারে শাকের আলী নামের একজনকে আটক করা হয়েছে।