চেয়ারম্যান রুন্নুর আদালতে আত্মসমর্পণ : জেল হাজতে প্রেরণ

চুয়াডাঙ্গা আলমডাঙ্গার তিয়রবিলা গ্রামে বাড়ি-ঘর পুড়ানো মামলা

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নুকে জেলহাজতে পাঠানো হয়েছে। গত সোমবার তিনি আদালতে আত্মসমর্পণ করলে তাকে জেলহাজতে পাঠানো নির্দেশ দেন বিচারক। মামলাসূত্রে জানা গেছে, গত ৬ জুন তিয়রবিলার ক্লিনিক ব্যবসায়ী নজরুল ইসলামকে দিনদুপুরে নৃশংসভাবে গুলি ও জবাই করে খুন করে সন্ত্রাসীরা। ওইদিন গ্রামের ৮-১০ জনের বসতবাড়ি পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে ভস্মীভূত করা হয়। অভিযোগ আছে ওই মধ্যযুগীয় বর্বরতার নেতৃত্ব দেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু ও তার ভাই-ভাতিজারা। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় ৬টি ও চুয়াডাঙ্গা আদালতে একটি মামলা দায়ের করা হয়। প্রত্যেক মামলারই প্রধান আসামি তিনি। এ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন চেয়ারম্যান রুন্নু। রুন্নু প্রায় ৫ মাস পলাতক থাকার পর সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। আদেশের পর তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেয়া হয়।

Leave a comment