চুয়াডাঙ্গার তিতুদহ ও গড়াইটুপি ইউপি নির্বাচনের তফশিল যেকোনো দিন

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নকে বিভক্ত করে নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন এবং তিতুদহ ইউনিয়ন পুনর্গঠন করে গেজেট প্রকাশ করেছে সংশ্লিষ্ট মন্ত্রানালয়। গেজেট প্রকাশের পর সীমানা নির্ধারণ, হালনাগাদ ভোটার তালিকা বিভাজন সম্পন্ন করেছে জেলা নির্বাচন অফিস। ফলে তিুতদহ ও গড়াইটুপি ইউপি নির্বাচনের তফশিল ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। তাই জেলা পরিষদ নির্বাচনের পরপরই যেকোনো দিন তফশিল ঘোষণা করতে পারে জেলা নির্বাচন অফিস।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভৌগলিক ও জনসংখ্যার দিক বিবেচনা করে  চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়ন বিভক্ত করে গড়াইটুপি ইউনিয়ন নামে আরও তিনটি নতুন ইউনিয়ন পরিষদ গঠিত হয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গত ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর তারিখের ৬৮৬ নং পত্রের নির্দেশক্রমে এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন ২০০৯ এর ১১ ধারা মোতাবেক জেলা প্রশাসকের ওপর অর্পিত ক্ষমতাবলে সংশ্লিষ্ট ততকালিন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন ২৪ জুন ২০১৫ তিতুদহ ইউনিয়নকে বিভক্ত করে নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন নামে একটি নতুন ইউনিয়ন এবং তিতুদহ ইউনিয়নকে পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে অনুলীপি প্রেরণ করেন। তারই আলোকে গত ২৪ সেপ্টম্বর গেজেট প্রকাশিত হয়। গেজেট প্রকাশের পর থেকে জেলা নির্বাচন অফিস সীমানা নির্ধারণ এবং ভোটার বিভাজনের কাজ শুরু করে। চলতি বছর একসাথে বিভিন্ন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হলেও সীমানা নির্ধারণ এবং ভোটার বিভাজনের জটিলতার কারণে সঠিক সময়ে নির্বাচন করতে পারেনি নির্বাচন অফিস। সে কাজও শেষ করেছে নির্বাচন অফিস। এখন নির্বাচনের তফশিল ঘোষণার পালা। জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় জেলার যে সমস্থ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়নি সেদিকে নজর দিতে পারেনি নির্বাচন কমিশিন। তাই জেলা পরিষদের নির্বাচন শেষ হলেই তিতুদহ ও গড়াইটুপি ইউনিয়নের তফশিল ঘোষণা করবে নির্বাচন অফিস।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান বলেন, গত ৫ জুন ২০১১ তারিখে অনুষ্ঠিত হয়েছিলো তিতুদহ ইউপি নির্বাচন। প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিলো ২১ জুলাই ২০১১। আর মেয়াদ শেষ হয়েছে ৪ জুন ২০১৬ তারিখে (নির্বাচনের তারিখ হতে ৫ বছর)। নির্বাচনের মেয়াদ প্রায় ৬ মাস অতিবাহিত হলেও নানা কারণে নির্বাচন অনুষ্ঠিত করা যাচ্ছিলো না। সে সমস্থ প্রতিবন্ধীকতা শেষ। জেলা পরিষদ নির্বাচন শেষ হলেই তিতুদহ ও গড়াইটুপি ইউনিয়ন পরিষদের তফশিল ঘোষণা করা হবে। একটি সূত্র বলেছে, ভোটার হওয়া নিয়ে তিতুদহ ইউনিয়নের ভোটার আব্দুল লতিব, রেজাউল বিশ্বাস ও শরিফুল ইসলাম ভোটার হওয়া সংক্রান্ত বিষয় নিয়ে হায়কোর্টে রিট করেছে। তার সমাধান না হলে নির্বাচন কী করতে পারবে নির্বাচন অফিস?

Leave a comment