স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ১৫টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে জয়লাভ করেছে। দুটি সদস্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী বিজয়ী হয়েছেন। ফল ঘোষণার পর বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানান আইনজীবীরা।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনা উপপরিষদের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রশিদ চৌধুরী ফলাফল ঘোষণা করেন। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৬৮ ভোটারের মধ্যে ১৬৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নির্বাচিতরা হলেন, সভাপতি- নুরুল ইসলাম (৯৯), সহ-সভাপতি শাহজাহান আলী (৯০) ও মামুন আখতার (৮৯), সাধারণ সম্পাদক মহ. শামশুজ্জোহা (৭৫) , যুগ্মসাধারণ সম্পাদক কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী (১০২) ও রবিউল হক (৮১) এবং সদস্য আনারুল হক (৯৯), নাসিম উদ্দীন (৮৮), আবু তালেব বিশ্বাস (৮৭), নাসির উদ্দীন-৩ (৮৭), সুজা উদ্দিন (৮৫) ও শামসুল আরেফিন ভুট্টো (৮৫) । জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সদস্য পদে নির্বাচিতরা হলেন, মাসুদ পারভেজ রাসেল ৮৭) ও শাহ জামাল (৮৪)। নিকটতম প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি এমএম শাহজাহান মুকুল (৬১), সহসভাপতি মুনসুর উদ্দীন মোল্লা (৬৭) ও সিরাজুল ইসলাম ৭৪), সাধালণ সম্পাদক সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম (৪৯), যুগ্মসম্পাদক জামাল উদ্দিন (৫৮) ও আসাদুজ্জামান আসাদ (৭৯), সদস্য পদে মমতাজ খাতুন (৬৯), আব্দুল মুকিম ( ৬৮), হুমায়ন কবীর মামুন (৭০), রুবনা পারভীন রুমা (৭২), জীল্লুর রহমান জালাল (৭১), আসাদুজ্জামান মিল্টন (৮১) ও শাহিন আকতার (৭৬) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অপরদিকে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য পদে গিয়াস উদ্দিন ( ৮১ ) ও ওয়ালিউল ইসলাম (৬৫) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এদিকে, সাধারণ সম্পাদক পদে ফজলে রাব্বী সাগর (২৪) ও মইনুদ্দিন মইনুল (১২) ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মহা. শামসুজ্জোহাকে সরকারি কৌশলী (জিপি) মোল্লা আব্দুর রশীদ, সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান, সাবেক সম্পাদক আবুল বাশার, মিন্টু চৌধুরী, আকসিজুল ইসলাম রতন, শফিকুল ইসলাম ও তানিয়া লাঞ্চসহ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানান।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক মহা. শামসুজ্জোহা জানান, সদস্যরা বারের উন্নয়নের জন্য সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদকে ভোটদিয়ে নির্বাচিত করেছেন। আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো। হুইপ মহোদয় বারের উন্নয়নে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা রক্ষা করা হবে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম জানান, আদালতে বিচারকের শূণ্যতা পূরণ ও চীফ জুডিসিয়াল আদালত ভবন নির্মাণে হুইপ মহোদয় যে প্রতিশ্রুতি দিয়েছেন তা রক্ষা করা হবে। ন্যায়নীতি রক্ষা করে দুনীতি উচ্ছেদ করা হবে। সমন্বয় পরিষদের প্রার্থীদের নির্বাচিত করায় জুনিয়র ও সিনিয়র আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোমিনুল হক জেলা আইনজীবী সমিতির সভাপতি পদে নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মহা. শামসুজ্জোহা নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম এর আগেও বারের দুবারের সাধারণ সম্পাদক ও দুবারে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাধারণ সম্পাদক পদে এবারই প্রথম নির্বাচিত হলেন মহা. শামসুজ্জোহা। তিনি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আ.লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার দফতর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ জয়লাভ করায় চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সকল আইনজীবীদের অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।