আলমডাঙ্গায় ভাগ্নির বাল্যবিয়ে দেয়ার অপচেষ্টার অপরাধে মামার কারাদণ্ড

 

আলমডাঙ্গা ব্যুরো: ভাগ্নিকে বাল্যবিয়ে দেয়ার অপচেষ্টার আপরাধে আলমডাঙ্গার নওদা বণ্ডবিল গ্রামের আব্দুল মজিদকে ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন। গতকাল শুক্রবার আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাউল গ্রামের আলতাফ হোসেনের মেয়ে আজমিরা খাতুন ছোটবেলা থেকেই আলমডাঙ্গার নওদাবণ্ডবিল গ্রামে তার নানাবাড়ি অবস্থান করে আসছে। সম্প্রতি কিশোরী আজমিরা খাতুনের বিয়ে ঠিক করা হয় কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ আমানতপুর গ্রামে। নওদা বণ্ডবিল গ্রামের মকলেছ উদ্দীনের ছেলে কিশোরী আজমিরা খাতুনের মামা আব্দুল মজিদ এ বাল্যবিয়ের আয়োজন করে। গতকাল শুক্রবার ছিলো এই বাল্যবিয়ের দিন। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের নির্দেশে আলমডাঙ্গা থানার এসআই সাজ্জাদ সঙ্গীয় ফোর্সসহ বিয়ের অনুষ্ঠানে অভিযান চালান। আটক করেন কনের মামা আব্দুল মজিদকে। পরে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।