মুজিবনগরে মোনাখালী পিএসকেএস ম্যানেজারের বিরুদ্ধে গ্রাহক নির্যাতনের অভিযোগে জরিমানা

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলাধীন মোনাখালীতে অবস্থিত বেসরকারি সেবামূলক সংস্থা পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির (পিএসকেএস) শাখা ম্যানেজারের বিরুদ্ধে গ্রাহক নির্যাতনের অভিযোগে মোনাখালী বাজার কমিটির সালিসে ৪ হাজার টাকা জরিমানা এবং গ্রাহক আসাদুল হকের ৩৪ হাজার টাকা ঋণের কিস্তি পরিশোধ করার শর্তে আপোস মীমাংসা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা রাতে মোনাখালী বাজার কমিটির সভাপতি হামিদ মালিথার নেতৃত্বে ও অন্যান্য সদস্যদের উপস্থিতে সালিসে এই জরিমানা করা হয়। জানা গেছে, শাখা ম্যানেজার রফিকুল আলমের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে সালিসবর্গ প্রথমত ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে রফিকুল আলমের কাকুতি মিনতিতে ৪ হাজার টাকায় মীমাংসা করা হয়। উল্লেখ্য, গত সোমবার সকালে গ্রাহক আসাদুল ইসলামকে (৪৫) লাঞ্ছিত করা ও মারপিটের অভিযোগে মুজিবনগর থানায় জিডি করা হয়েছে। আহত আসাদুল ইসলাম বর্তমানে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। গ্রামের বিক্ষুব্ধ জনতা লাঠিসোটা নিয়ে অফিস ঘেরাও করে ও অভিযুক্ত রফিকুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

Leave a comment