চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ করদাতাদের আনুষ্ঠানিকভাবে সম্পন্না প্রদান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গাসহ খুলনা বিভাগের সকল জেলার শ্রেষ্ঠ করদাতা ও নবীন করদাতাদের বিশেষ সম্মানে ভুষিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার খুলনার বয়রা সরকারি মহিলা কলেজ অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট প্রদান করা হয়।
২০১৫-১৬ অর্থবছরে চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ তিনজন করদাতার মধ্যে সর্বকনিষ্ঠ করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন ওসমান গণি রতন। তিনি ৩৪ বছরেই জেলার সর্বোচ্চ করদাতার সম্মানে ভুষিত হলেন। ওসমান গণি রতন চুয়াডাঙ্গা জেলা শহরের আরামপাড়ার রবিউল হকের ছেলে। ওসমান গণি রতনের ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম আরএস এন্টারপ্রাইজ। প্রথম শ্রেণির ঠিকাদার ওসমান গণি গতকাল আনুষ্ঠানিকভাবে সম্মানা গ্রহণ করেন। সাথে ছিলেন গোকুলখালী আফছার উদ্দীন কলেজের অধ্যক্ষ মাহবুল ইসনলাম সেলিম।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলায় এবার যে তিনজন সর্বোচ্চ করদাতার মধ্যে অপর দুজন হলেন চুয়াডাঙ্গার বিশিষ্ঠ ঠিকাদার আলী রেজা সজল ও মাহফুজ আকরাম রতন। মাহফুজ আকরাম রতনের প্রতিষ্ঠানের নাম ভয়েজ ভিশন। এছাড়া চুয়াডাঙ্গার নবীন করদাতা হিসেবে যে দুজন স্বীকৃতি পেয়েছেন সে দুজন হলেন শাম্মী আকতার ও গোলাম মোস্তফা। গতকাল এরাও সম্মানা ক্রেষ্ট আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। সম্মানা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা অঞ্চলের কর কমিশনার ইকবাল হোসেন। প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় ডিআইজি এসএম মনিরুজ্জামান বিপিএম, খুলনা কর আপলি আঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায়, খুলনা কমিশনারেট (ভ্যাট আপিল) আব্দুল মান্না শিকদার, খুলনা চেম্বার সভাপতি কাজি আমিনুল হক প্রমুখ।