ঝিনাইদহে এবার কিশোরী ধর্ষনের শিকার : মামলা করতে বাধা

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের খাজুরা নদীপাড়ায় ১৩ বছর বয়সী এক কিশোরী ধর্ষনের শিকার হয়েছে। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. স্বপন কুমার কুণ্ড জানান, বুধবার মধ্যরাতে মেয়েটিকে তার পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসে। একটু সুস্থ হলে তাকে ডাক্তারি পরীক্ষা করা হবে। এনজিও শোভার মানবাধিকার কর্মী পাপিয়া সুলতানা ধর্ষিতা কিশোরীর উদ্বৃতি দিয়ে জানান, মঙ্গলবার সন্ধ্যা রাতে মেয়েটি পাশের বাড়িতে এক হুজুরের কাছে পানি পাড়া আনতে যাচ্ছিলো। এ সময় খাজুরা গ্রামের বখাটে যুবক শুকুর বিশ্বাসের ছেলে দোলন, মধু মিয়ার ছেলে রাব্বি ও আমিনুল ইসলামের ছেলে মাসুম তাকে জোর করে একটি ইজিবাইকে তুলে নিয়ে তিনজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ করার পর তারা হতদরিদ্র পরিবারটিকে হাসপাতালে ভর্তি, থানায় মামলা এমনটি লোক জানাজানি না করতে এবং এবিষয় কাউকে জানালে খুন করার হুমকি দেয়। এতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে পরিবারটি। মানবাধিকার কর্মী পাপিয়া সুলতানা আরও জানান, বুধবার বিকেল নাগাদ মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ওই দিন মধ্যরাতে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ধর্ষকরা প্রভাবশালী হওয়ায় বিষয়টি সামাজিকভাবে মিটিয়ে ফেলার জন্য ধর্ষিতার পরিবারকে চাপ দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন ধর্ষিতার পরিবার সাংবাদিকদের নিকটে এ অভিযোগ করেন।

তার ভাই জানান, আমরা গরিব বলে আমরা কি বিচার পাবো না? বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার এসআই আজিজুর রহমান জানান, থানায় এখনো ভিকটিমের পরিবার কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a comment