জীবননগর আন্দুলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 

সভাপতি নাসিম উদ্দিন সাধারণ সম্পাদক শিপন

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ জীবননগর উপজেলা শাখার আন্দুলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্প্রতিবার বিকেল ৪টার দিকে আন্দুলবাড়িয়া পুরাতন ইউনিয়ন পরিষদ বকুলতলায় আন্দুলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নাসিম উদ্দিনকে সভাপতি সরাফত হোসেন শিপনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আবু মো.আব্দুল লতিফ অমল। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন দুদু। বিশেষ বক্তা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াসীম রাজা, উদ্বোধক ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সোয়েব আহমেদ অঞ্জন। বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, আন্দলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মুক্তার হোসেন, যুগ্মসম্পাদক মধু শেখ, সহসভাপতি আসাদুল হক উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুস সালাম ঈশা, যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান, সদস্য শাহ আলম শরিফুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সদস্য খায়রুল বাসার শিপলু, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজল,যুগ্ম সম্পাদক মাফিজুর রহমান মাফি,সহসভাপতি জাহাঙ্গীর, জীবননগর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান মানিক, ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মিহেদী হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজি এমদাদুল হক সজল ও সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক মো. জানিফ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আন্দুলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ। সম্মেলনে আগামী ২ বছরের জন্য নাসিম উদ্দিনকে সভাপতি, সহসভাপতি আকাশ হোসাইন, সাধারণ সম্পাদক সরাফত হোসেন শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, আংশিক কমিটি ঘোষণা করা হয়।

অপরদিকে আন্দুলবাড়িয়া বহুমুখি মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে বিকেল ৪টার দিকে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ইউনিয়ন যুবলীগ নেতা মির্জা হাকিবুর রহমান লিটন, বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সুজ্জাত হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোল্লা আলতাব হোসেন ফেলা, দফতর সম্পাদক শেখ আতিয়ার রহমান, ছাত্রলীগ নেতা শামসুজোহা, মোল্লা টুটুল, আলাউদ্দিন মণ্ডল, সামাদুল হোসেন, ফারুক হোসেন, সুজাত, প্লাবন মির্জা, সুজন, রাশেদ, নিশান ও শান্ত প্রমুখ। সম্মেলন শেষে নেতৃবৃন্দ রিপন হোসেনকে সভাপতি ও মীর জ্যাকিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৬১ সদস্য বিশিষ্ট আন্দুলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটির নাম ঘোষণা করেন।

 

Leave a comment