আইসিসির সহযোগী দেশ নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট : আমন্ত্রিত বাংলাদেশও

 

মাথাভাঙ্গা মনিটর: আইসিসির ৮টি সহযোগী দেশ নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজেনের পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। গত বুধবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। ক্রিকইনফোর মতে, এই টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়েকেও। তবে বাংলাদেশের আমন্ত্রণের বিষয়টি বিসিবি থেকে কিছু নিশ্চিত করা হয়নি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা অবশ্য এখনও ২০১৮ ওয়ার্ল্ড টি-২০ কে অনুমোদন দেয়নি। তবে এই টুর্নামেন্টের ফলে সেই  আয়োজনের সবুজ সংকেত পাওয়া সহজ হবে।

এই টুর্নামেন্টে সহযোগী দেশগুলোর মধ্যে থাকছে আয়ারল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড, হংকং, সংযুক্ত আরব আমিরাত, পাপুয়া নিউগিনি, নেদারল্যান্ডস ও ওমান। এদের মধ্যে আয়ারল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও পাপুয়া নিউগিনির ওয়ানডে ও টি-২০ স্ট্যাটাস রয়েছে। নেদারল্যান্ডস ও ওমান অবশ্য ২০১৬ টি-২০ বিশ্বকাপ খেলেছিলো।