স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জাফরপুরস্থ জেলা স্টেডিয়াম পরিদর্শন করলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। গতকাল বুধবার সকাল ৯টায় তিনি স্টেডিয়াম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারসহ নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ। দু-যুগেরও বেশি সময় ধরে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী ছেলুন জোয়ার্দ্দার তার বুনন করা নিজ স্বপ্নের জায়গা পরিদর্শনকালে অনেক তিক্ত অভিজ্ঞতার কথা ব্যক্ত করেন। চুয়াডাঙ্গায় আধুনিক একটি স্টেডিয়াম নির্মাণের জন্য ভূমি মন্ত্রণায়লয়, ক্রীড়া মন্ত্রণালয়সহ প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত বারবার ফাইল নিয়ে যাওয়া-আসা, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা ও কখনো নিঃরাশ হয়ে ফিরে আসাসহ বিচিত্র অভিজ্ঞতা ও প্রতিবন্ধকতার কথা ব্যক্ত করেন। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে জেলা স্টেডিয়াম ঘুরে ঘুরে দেখার সময় স্মৃতির পাতা হাতড়িয়ে কথাগুলো বলতে থাকেন, আর হাসতে থাকেন হুইপ। মাঠ পরিদর্শন শেষে স্টেডিয়াম ভবন ও এর চারপাশ ঘুরে ফিরে ফিরে দেখেন। তিনি স্টেডিয়ামের গ্যালারির গ্রিল রঙ করা, ক্ষতিগ্রস্ত ভবনের আংশিক মেরামত ও পানি নিঃষ্কাশন ড্রেন মেরামতের তাৎক্ষণিক নির্দেশ প্রদান করেন। একই সাথে স্টেডিয়ামের বকেয়া সোয়া লাখ টাকার বিদ্যুত বিল পরিশোধের আশ্বাস দেন। অবশ্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসও বিদ্যুত বিল পরিশোধে শেয়ার করার আশ্বাস প্রদান করেন।