চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সভা গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সায়মা ইউনুস সভায় সভাপতিত্ব করেন। সভায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার পূর্ব সভার কার্যাবলী ও রেজুলেশন পাঠ করে শোনান এবং তা অনুমোদনের অনুরোধ করেন। এরপর এজেন্ডা অনুযায়ী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল, বিভিন্ন খেলাধুলার আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাক, সহসভাপতি চুয়াডাঙ্গা পুলিশ সুপারের প্রতিনিধি একজন পুলিশ অফিসার, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনউজ্জামানসহ জেলা ক্রীড়া সংস্থার সকল নির্বাহী সদস্যগণ।

Leave a comment