আমঝুপি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রসূতি সেবা চালু

 

আমঝুপি প্রতিনিধি: প্রায় ১ যুগ আগে প্রতিষ্ঠিত আমঝুপি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি প্রসূতি সেবার দ্বার উন্মোচিত হয়েছে। ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্রটিতে প্রসবকালীন সকল সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও প্রসূতি মায়েরা সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলো। গতকাল বুধবার বেলা ১টার দিকে এই স্বাস্থ্যকেন্দ্রে আমঝুপির খোকসা গ্রামের রাজু আলীর স্ত্রী ফাইমা খাতুন প্রসব বেদনা নিয়ে ভর্তি হলে স্বাস্থ্য কেন্দ্রের কর্মরত কর্মীরা কোনো অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিকভাবেই একটি পুত্র সন্তান প্রসব করেন। ভূমিষ্ঠ সন্তানটি দেখতে মেহেরপুর জেলার সিভিল সার্জেন ডা. আব্দুল হালিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. অলক কুমার দাস স্বাস্থ্যকেন্দ্রে যান। উপস্থিত ছিলেন কেন্দ্রের স্বাস্থ্য পরিদর্শক ইমাম হোসেন, ডা. গুলশানারা, সিস্টার বেলায়েতুন নেছা ও ফার্মাসিস্ট নাজমুল ফেরদৌস। এখন থেকে ওই স্বাস্থ্যকেন্দ্রে সকাল ৯ট থেকে বেলা ২টা পর্যন্ত সন্তান সম্ভবা মায়েদের ভর্তি করে স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে।