জীবননগরে আইডিইবির কমিটি গঠন

 

মিজান সভাপতি আসাদ সম্পাদক

জীবননগর ব্যুরো: ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবির জীবননগর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার হোটেল বাসমতি অ্যান্ড কমিউনিটি সেন্টারে দুপুরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আইডিইবির সভাপতি ইফতেখার উদ্দীন জোয়ার্দ্দার। সম্মেলন শেষে ৭ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিতে মিজানুর রহমান মিজানকে সভাপতি ও আসাদুজ্জামান আসাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। হোটেল বাসমতি অ্যান্ড কমিউনিটি সেন্টারে দুপুরে ইঊসুফ আলীর সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আইডিইবির সভাপতি ইফতেখার উদ্দীন জোয়ার্দ্দার তরুণ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহসভাপতি আব্দুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক রোকনুজ্জামান ও উপদেষ্টা রেজা হোসেন জোয়ার্দ্দার। শেষে মিজানুর রহমান মিজানকে সভাপতি, রফিকুল ইসলামকে সহসভাপতি, আসাদুজ্জামান আসাদকে সাধারণ সম্পাদক, রফিকুল ইসলামকে যুগ্মসাধারণ সম্পাদক, আমিনুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, তাজমিনুর রহমানকে অর্থ সম্পাদক, জাহিদুল ইসলামকে সংস্কৃতি ও সমাজ কল্যাণ সম্পাদক এবং সদস্য পদে যথাক্রমে শাহিনুর রহমান, কবির আহমেদ, আল মামুন রনি ও তারিফুল ইসলামকে নির্বাচিত করা হয়।

Leave a comment