ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে ওয়ানডে ম্যাচ টাই

 

মাথাভাঙ্গা মনিটর: ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাই করেছে জিম্বাবুয়ে। শেষ ওভারে ক্যারিবীয়দের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪ রানের। কিন্তু ৩ উইকেট হারিয়ে মাত্র ৩ রান তুলতে পারে তারা।  গতকাল শনিবার বুলাওয়েতে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৫৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। দলের পক্ষে ক্রেগ আরভিন ৯২, সিকান্দার রাজা ৭৭ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কার্লস ব্রাথওয়েট নেন ৪টি উইকেট। ২৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। শায় হোপ ১০১, ক্রেইগ ব্রাথওয়েট ৭৮ রান করেন। শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য ৪ রানের প্রয়োজন ছিল। তবে থিরিপানো মাত্র ৩ রান দেন। বাকি তিন বলে ৩টি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে আবার দুটি রান আউট। এভাবে পুরো ৫০ ওভার খেলে ওয়ানডে ম্যাচ টাই হওয়ার ঘটনা বিরল। আর এমন বিরল ঘটনার সাক্ষী হয়ে থাকলো ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ৩ হাজার ৮০৬টি ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে এনিয়ে ৩৪টি ম্যাচ টাই হলো।