বিশ্ব টুকিটাকি : গ্রেট ব্যারিয়ার রিফে ফরাসী দুই পর্যটকের মৃত্যু

গ্রেট ব্যারিয়ার রিফে ফরাসী দুই পর্যটকের মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ার প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফে স্নোরকেলিংয়ের সময় দুই ফরাসী পর্যটক মারা গেছেন। বয়স্কদের একটি পর্যটক দলের সাথে তারা সেখানে গিয়েছিলো। পুলিশ জানায়, স্থানীয় সময় গতকাল বুধবার বেলা ১১টায় (গ্রিনিচ মান সময় ০১০০) ফার নর্থ কুইন্সল্যান্ডের কেইর্নের কাছে অগভীর পানিতে সংজ্ঞাহীন অবস্থায় তাদের পাওয়া যায়। অ্যাসোসিয়াশন অব মেরিন পার্ক ট্যুরিজম অপারেটর্সের প্রধান কোল ম্যাককেঞ্জি বলেন, বয়স্ক এই ফরাসী পুরুষ ও নারীর বয়স ৬০ এর কোঠায়। কোরিয়া মেইল জানিয়েছে, ফরাসী যুগল হৃদরোগে আক্রান্ত হন। জনপ্রিয় পর্যটন কেন্দ্র মিচায়েলমাস কেইয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে। পর্যটন কেন্দ্রটি কেইর্নস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত।

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৪ নিরাপত্তা কর্মকর্তা নিহত

মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৪ জন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছে। দেশটির রাজধানী কাবুলে ওই কর্মকর্তাদের গাড়িতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানো হয়। রাজধানী কাবুলে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ের কাছাকাছি পুলি মাহমুদ খান এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় আরও ১১ জন আহত হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসকে নাম প্রকাশ না করার শর্তে একজন আফগান কর্মকর্তা বুধবার জানিয়েছেন, হামলার বিষয়ে তদন্ত চলছে। হামলাকারী পায়ে হেটে না গাড়িতে করে হামলা চালিয়েছে সেই বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি কর্মকর্তারা। এখনো পর্যন্ত কেউ এই হামলা দায় স্বীকার করেনি। তালেবান উগ্রবাদীরা সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণের মাত্র বৃদ্ধি করেছে।

লুইজিয়ানায় এক বছরের শিশুকে গুলি করলো দুই বছরের শিশু

মাথাভাঙ্গা মনিটর: মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে দুই বছরের একটি শিশু তারচেয়ে এক বছরের ছোট ভাইকে গুলি করে হত্যা করে গুরুতর আহত করেছে। লুইজিয়ানার রাজধানী ব্যাটন রুজের একটি শপিং মলের পার্কিং লটে এই ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশের মুখপাত্র সার্জেন্ট ম্যাককিনলি বলেন, ঘটনার সময় আশেপাশে দুইজন পূর্ণবয়স্ক মানুষ ছিলো। কিন্তু দুই বছরের শিশুটির হাতে কিভাবে বন্দুক গেলো সেটা এখনো জানা যায়নি। ঘটনার পরে আহত শিশুটিকে হাসপাতালে নিয়ে যায় পরিবার। সার্জেন্ট ম্যাককিনলি জানিয়েছেন, ঘটনাটি এখনো তদন্তাধীন রয়েছে।

পশ্চিম তীরের নাবলুসে সংঘর্ষে ফিলিস্তিনি নারী নিহত

মাথাভাঙ্গা মনিটর: ফিলিস্তিনের পশ্চিম তীরবর্তী নগরী নাবলুসে ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকধারীদের সংঘর্ষে বুধবার এক নারী নিহত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে আন্ত-সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দখলকৃত পশ্চিম তীরের উত্তরে অবস্থিত পুরনো নগরী নাবলুসে ৩৯ বছর বয়সী ওই নারী নিহত হন বলে জানা গেছে। সাম্প্রতিক মাসগুলোতে পুরনো নগরীটিতে প্রায়ই সংঘর্ষ হচ্ছে। এখানে ফিলিস্তিনি পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে। আগস্ট মাসে একটি অভিযান চলাকালে ৪ ফিলিস্তিনি ও ২ পুলিশ কর্মকর্তা নিহত হয়। কাছের শরণার্থী শিবির বালাতায়ও চরম উত্তেজনা বিরাজ করছে।

ক্যামেরুনে দেশি মদপানে ২১ জনের মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: ক্যামেরুনে স্থানীয়ভাবে তৈরি বিষাক্ত মদ খেয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছে। গতকাল মঙ্গলবার রাতে সিআর টিভি জানায়, পূর্বাঞ্চলীয় আবং-বাং শহরে ওডন্টল পান করে অসুস্থ হয়ে পড়া আরও ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশি মদ খেয়ে মৃত্যুর ঘটনার পর কর্তৃপক্ষ ক্যামেরুনের পূর্বাঞ্চলীয় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এই মদ তৈরি ও বিক্রি নিষিদ্ধ করেছে। ওডন্টল নামের এই দেশি মদ তৈরি হয় তাড়ি, চিনি ও গাছের ছাল থেকে। এ মদ দেশটির দোকান-পাটের বাইরে সস্তা দামে বিক্রি হয়।

নাবালিকা কাজের মেয়েকে বাবা-ছেলের ধর্ষণ

মাথাভাঙ্গা মনিটর: নাবালিকা কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন এক বৃদ্ধ এবং তার ছেলে। গতকাল বুধবার তাদের হায়দরাবাদের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া ৬০ বছর বয়সী ওই বৃদ্ধের নাম সুধাকর রেড্ডি। একই সাথে গ্রেফতার করা হয়েছে তার ছেলে ভরতকুমার রেড্ডিকেও (৩০)। তারা দুজনেই পেশায় আইনজীবী। পুলিশ জানিয়েছে, হায়দরাবাদের চৈতন্যপুরীর গ্রিনহিলস কলোনিতে মাস ছয়েক আগে ওই নাবালিকাকে গৃহপরিচারিকার কাজে রাখে রেড্ডি পরিবার।  কাজ শুরুর কয়েক দিন পর থেকেই সুধাকর তার স্ত্রীর অনুপস্থিতিতে নাবালিকার ওপর শারীরিক নির্যাতন চালাতে শুরু করেন বলে অভিযোগ। একইভাবে মায়ের অনুপস্থিতির সুযোগ নিতে শুরু করেন ছেলে ভরতকুমারও।

Leave a comment