দেশের টুকিটাকি : বাংলাদেশি দুই টাকা ভারতে পাচার হয় কেন?

বাংলাদেশি দুই টাকা ভারতে পাচার হয় কেন?

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল বন্দরে এই মাসেই দুই দফায় দুই টাকার নোটের বড় চালানসহ দুজন ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। চলতি মাসের শুরুর দিকে উদ্ধার করা হয় ৫২ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে আবারও জব্দ করা হয় ৮২ হাজার টাকার বেশি। ভারতে কেনো পাচার হবে বাংলাদেশি দুই টাকার নোট?  দুই টাকা পাচারের নেপথ্যের সংবাদ বুধবার প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলা। নেশাদ্রব্য গ্রহণের জন্যই নতুন দুই টাকার নোট খুবই জনপ্রিয় হয়ে উঠেছে মাদকসেবীদের কাছে। বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব  হাসান বলেন, ‘এগুলো ইন্ডিয়ায় নিয়ে যাচ্ছিলো। এসব সেখানে হেরোইন বা ইয়াবা সেবনের জন্য ব্যবহার করা হতে পারে।’ আটকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বলছে, এসব নোটের মাধ্যমে পাইপ তৈরি করে হেরোইন ও ইয়াবা গ্রহণ করে মাদকাসক্তরা।
সিগারেটের প্যাকেটের ভেতরে থাকা রাংতাও একাজে ব্যবহার করা হয়। তবে এখন অনেকের কাছেই আকর্ষণীয় হয়ে উঠেছে বাংলাদেশের দুই টাকার নতুন নোট। ফলে এসব নোট সীমান্তের চোরাইপথ এবং আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের চেষ্টা দেখা যাচ্ছে বারবার।
ভারতের বাজারে এই দুই টাকাই প্রতিটি ৫ রূপি পর্যন্ত মূল্যে বিক্রি করা হয়ে থাকে বলে জানা গেছে।

হাইকোর্টে জামিন পেলেন বদি

স্টাফ রিপোর্টার: দুনীর্তি দমন কমিশন (দুদকের) করা মামলায় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চ বুধবার এই আদেশ দেন। এর আগে গত ২ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা সম্পদের তথ্য গোপনের অভিযোগে এমপি আবদুর রহমান বদিকে তিন বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাস কারাদণ্ড দেন ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার। রায়ের পর তাকে কারাগারে নেয়া হয় হয়। আইনজীবী লীনা আপিলে বদি ন্যায় বিচার ও জামিন পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছিলেন।

ক্ষমতায় গেলে জিয়াকে জাতীয় বীর ঘোষণা করবো : দুদু

স্টাফ রিপোর্টার: বিএনপি ক্ষমতায় আসলে জিয়াউর রহমানকে ‘জাতীয় বীর’ হিসেবে ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মজলুল জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। শাসকদলের উদ্দেশে তিনি বলেন, আমরা কাউকে আক্রমণ করে কথা বলি না। আমরা ইতিহাসের কথা বললে তারা আঘাতপ্রাপ্ত হন। বিএনপির এই নেতা বলেন, ক্ষমতায় আসলে মাওলানা ভাসানী ও জিয়াউর রহমানকে যেভাবে অপদস্থ করা হয়েছে, আমরা এভাবে কাউকে অপদস্থ করবো না। ইতিহাস যাকে যেখানে স্থান দিয়েছে তাকে সেই স্থানে রেখেই সন্মানিত করা হবে। তিনি বলেন, যেসব স্থান থেকে মওলানা ভাসানীর নাম মুছে ফেলা হয়েছে সেখানে তা আবারও বসানো হবে। জিয়াউর রহমানেরও নাম বসানো হবে। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার শোশাররফ হোসেন, যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

হাত-পা বেঁধে যুবককে বলাৎকার : ভিডিও ইন্টারনেটে

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুরে এক যুবককে হাত পা বেঁধে বলাৎকার করেছে তিন বখাটে। এ সময় ভিডিও ধারণ করা হয়। পরে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হয়। ঘটনার ৯ দিন পর ভিকটিমকে উদ্ধার করে বুধবার ডাক্তারী পরীক্ষা করিয়েছে পুলিশ। ওই যুবক বুধবার ২২ ধারায় ভিকটিম হবিগঞ্জ ৬ নম্বর আমলী আদালতের বিচারকের কাছে জবানবন্দী দিয়েছেন। পুলিশ জানায়, ৮ নভেম্বর বিকাল ৪টার দিকে উপজেলার রাজনগর গ্রামের জারু মিয়ার ছেলে এনামুলকে (১৮) একই গ্রামের সেন্টু মিয়া, হারুন মিয়া ও মুখলেছ মিয়া একটি বেগুন ক্ষেতে নিয়ে যুবকের হাত পা বেঁধে ফেলে। পরে পালাক্রমে তার ওপর পাশবিক নির্যাতন চালানো হয়।
এ সময় বখাটেরা ভিডিও চিত্র ধারণ করে। পরে তা ইন্টারনেটে ছেড়ে দেয়। লোক-লজ্জায় যুবক ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বখাটেদের ধারণকৃত ভিডিও ক্লিপিং এলাকায় লোকজনের কাছে ছড়িয়ে পড়ায় তার বাবা জারু মিয়া থানায় একটি মামলা করে। মামলায় সেন্টু, হারুন ও মুখলেছকে আসামি করা হয়। মামলার পর তদন্ত কর্মকর্তা এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বড়জালা বাজারে অভিযান চালিয়ে মুখলেছকে গ্রেফতার করে। মুখলেছকে কারাগারে পাঠিয়েছে আদালত।

Leave a comment