মেহেরপুর-মুজিবনগর বাইপাস সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর জেলাবাসীর বহু কাঙ্ক্ষিত মুজিবনগর বাইপাস সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার আমঝুপি ও মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে পৃথক দুটি অনুষ্ঠানের মধ্যদিয়ে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।

২০ কোটি ৩৪ লাখ ৫৫ হাজার ৯২৭ টাকা ব্যয়ে মেহেরপুরের আমঝুপি থেকে কোলা-আশরাফপুর ভায়া হয়ে মুজিবনগরের কেদারগঞ্জ পর্যন্ত ১৬ দশমিক ৪০ কিলোমিটার রাস্তা সংস্কার ও নির্মাণ করছে এলজিইডি। এ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কার্যাদেশ পেয়েছেন ঢাকার এসএস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড। বাইপাস সড়কটি নির্মাণ শেষ হলে ঐতিহাসিক মুজিবনগরে পৌঁছুতে সহজ হবে দর্শনার্থীদের। অপরদিকে মেহেরপুর শহরে কমে আসবে যানজট।

উদ্বোধন শেষে উভয়স্থানে মোনাজাত করা হয়। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিমুদ্দিন সর্দ্দার, উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান চৌধুরী, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমঝুপি ইউপি চেয়ারম্যান রোবহান উদ্দিন আহমেদ চুন্নু, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইয়ূব হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন প্রমুখ।