মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার হোবার্ট টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে। দ্বিতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। স্থানীয় সময় দুপুর ২টায় দু আম্পায়ার আলিম দার ও রিচার্ড কেটলবোরো মাঠ পরিদর্শন করে দিনের খেলা পরিত্যক্ত ঘোষনা করেন। তবে তৃতীয় দিন থেকে প্রতিদিনের খেলা নির্ধারিত সময়ের ৩০ মিনিটের আগে শুরু হবে বলে তারা জানিয়েছেন। সোমবারও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
প্রথম দিনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে মাত্র ৮৫ রানে গুটিয়ে দিয়ে দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৫ উইকেট ১৭১। তৃতীয় দিনে তারা ৮৬ রানে এগিয়ে খেলা শুরু করবে। ম্যাচে দুই অপরাজিত ব্যাটসম্যান হিসেবে রয়েছেন টেমবা বাভুমা (৩৮*) ও কুইনটন ডি কক (২৮*)। বেলেরিভের পিচে রাতভর যথাসম্ভব কভার দিয়ে ঢেকে রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু রোববার সারাদিনই তুমুল বৃষ্টি হওয়ায় একটি বল মাঠে গড়াতে পারেনি। প্রথম টেস্টে ১৭৭ রানের বিশাল ব্যবধানে জয়ের পরে দ্বিতীয় টেস্টেও চালকের আসনেই রয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের মাত্র ৩২.৫ ওভারে গুটিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টানা তৃতীয় সিরিজ জয়ের দ্বারপ্রান্তে এখন প্রোটিয়ারা। ২১ রানে ৫ উইকেট নিয়ে প্রোটিয়া বোলিং আক্রমনের অগ্রভাগে ছিলেন ভারনন ফিলান্ডার। তার সাথে ৪১ রানে তিন উইকেট নিয়ে ভালই সহযোগিতা করেছে পেসার কেইল এ্যাবট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে এটা অস্ট্রেলিয়ার সর্বনিম্ন দলীয় রান।