কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে আবাসিক বিদ্যুত প্রকৌশলীকে বেঁধে রেখে পুলিশে হস্তান্তর করা হয়। কালীগঞ্জ আবাসিক বিদ্যুত অফিস চলছে কতিপয় ব্যক্তির স্বেচ্ছাচারিতার মধ্যদিয়ে। গ্রাহক সেবার নামে চলছে গ্রাহক হয়রানি।
এলাকাবাসী জানায়, কালীগঞ্জ ওজোপাডিকোর ভারপ্রাপ্ত আবাসিক বিদ্যুত প্রকৌশলী আনোয়ার হোসেন গত ১০ নভেম্বর রাতের বেলায় উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন পরিষদ মেম্বার আমির হোসেন বাড়িতে অবৈধ সংযোগ আছে বলে বহিরাগত দুজন লোককে সাথে নিয়ে তার বাড়িতে উপস্তিত হয়ে অবৈধ সংযোগ অভিযোগ মর্মে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ ঘটনায় গত সপ্তাহে বহিরাগত বিলাহ, নাসির আমিরের বাড়িতে গিয়ে প্রকৌশলীর নামে ১৫ হাজার টাকা চাদা নিয়ে আসে। ঘটনার দিন ১০ নভেম্বর আনোয়ার হোসেনসহ বহিরাগত আরও ২ জনকে সাথে নিয়ে বাড়িতে গিয়ে মোটা অংকের চাদাদাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে জেলহাজতে পাঠানো হবে বলে ভয় দেখানো হয়। গতকাল সকালে অনুপায় হয়ে আমির মেম্বার প্রতিবেশীদের সাথে নিয়ে প্রতিবাদ করে বিদ্যুত প্রকৌশলী আনোয়ার হোসনকে আটক করে পুলিশি দেয়।