চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির শোক সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আলহাজ শামীম উল আলমের মৃত্যুতে কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে সিনিয়র জেলা ও দায়রা জজ শিরীন কবিতা আখতারের সভাপতিত্বে কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়।
কোর্ট রেফারেন্সে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম মরহুম শামীম উল আলমের জীবনী উপস্থাপন করেন। এ সময় জেলা ও দায়রা জজ শিরীন কবিতা আখতার মরহুমের জীবনী নিয়ে আলোকপাত করেন। এ সময় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হকসহ আদালতসমূহের বিচারকবৃন্দ ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এরপর দুপুর ১২টায় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বার মিলনায়তনে শোকসভা অনুষ্ঠিত হয়। বারের সভাপতি এমএম শাহজাহান মুকুলের সভাপতিত্বে বারের সেক্রেটারী সৈয়দ হেদায়েত হোসেন আসলাম সভা পরিচালনা করেন। সভায় এসএম ইমদাদ হোসেন, আলমগীর হোসেন, নূরুল ইসলাম, সিরাজুল ইসলাম, আকরাম হোসেন, মইনুদ্দিন মইনুল, শামীম রেজা ডালিম, ইউনুস আলী, আসম আব্দুর রউফ, ওয়াহেদুজ্জামান বুলা, হানিফ উদ্দিন, তালিম হোসেন, ফজলে রাব্বী সাগর, আকসিজুল ইসলাম রতন, নাজমুল হাসান লাভলু, এসএম হুমায়ুন কবীর ও তসলিম উদ্দিন ফিরোজ বক্তব্য রাখেন। এ সময় বারের সহসভাপতি শাহ আলম, যুগ্ম সম্পাদক মানি খন্দকার এবং কার্যকরি কমিটির সদস্যবৃন্দসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। সিনিয়র আইনজীবী মসলেম উদ্দিন মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহানুভুতি জানিয়ে দোয়া পরিচালনা করেন।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর রাত ৩টায় অ্যাডভোকেট শামীম উল আলম হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী শালিমা ফৌজিয়া নূর, ৩ ছেলে সালসাবিলা ইবনে শামীম, আহাম্মদ কামাল ও আহাম্মদ আব্দুল্লাহ ও মেয়ে আমাতুর রহমানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাজধানীর উত্তরায় তাকে দাফন করা হয়েছে। তিনি চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সদস্য এবং পরবর্তিতে হাইকোর্ট বিভাগে আইনপেশায় নিয়োজিত ছিলেন। শামীম চুয়াডাঙ্গা কেদারগঞ্জ পাড়ার মরহুম আব্দুল মাবুদ মিয়ার দ্বিতীয় পুত্র।