চুয়াডাঙ্গা সদর উপজেলা আন্তঃদপ্তর ব্যাডমিন্টন খেলার উদ্বোধন : উদ্বোধনী দিনে ইউএনও জুটি জয়ী
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা আন্তঃদপ্তর ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার রাত ৮টায় সদর উপজেলা চত্বর ব্যাডমিন্টন গ্রাউন্ডে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনউজ্জামান। উদ্বোধনী দিনে ইউএনও জুটি ২-১ সেটে এসিল্যান্ড জুটিকে পরাজিত করেন। ইউএনও জুটিতে অংশগ্রহণ করেন ইউএনও কেএম মামুনউজ্জামান ও নাসির উদ্দিন এবং এসিল্যান্ড জুটিতে অংশগ্রহণ করেন এসিল্যান্ড পুলক কুমার মণ্ডল-ফিরোজ আহম্মেদ। খেলাটি পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান। খেলার মাঠে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমবায় অফিসার, সমাজসেবা অফিসার, নির্বাচন অফিসার, সহকারী প্রকৌশলী আমিনুল প্রমুখ।