আলমডাঙ্গা ব্যুরো: সরকারি রাস্তা দখল করে পাকা স্থাপনা নির্মাণ কাজ বন্ধ হয়নি। আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওই কাজ বন্ধের নির্দেশ দিলেও তা অজ্ঞাত কারণে বন্ধ হচ্ছে না। আলমডাঙ্গা কুয়াতলার ফকির চাদের ছেলে ইকতার আলী সরকারি রাস্তা দখল করে বাড়ি ও ল্যাট্রিনের ট্যাঙ্ক নির্মাণ করছেন বলে অভিযোগ করা হয়। অভিযোগ পেয়ে ওই কাজ বন্ধের নির্দেশ দেন এসিল্যান্ড। কিন্তু সে নির্দেশ গত ৭ দিনেও আমলে নেননি ইকতার আলী।