মেহেরপুর অফিস: ১১ নভেম্বর যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে মেহেরপুর জেলা যুবলীগ। শহরের বিভিন্ন স্থানে ১৮টি তোরণ তৈরি করা হয়েছে। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে প্রায় এক হাজার ফেস্টুন শোভা পাচ্ছে। ১১ তারিখের সমাবেশ স্থলে আলোক সজ্জায় সজ্জিত করা হচ্ছে। প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে গতকাল বুধবার বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ধিত সভার আয়োজন করেছে জেলা যুবলীগ। সভাপতিত্ব করবেন জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। এতে জেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেবেন। এছাড়া আগামী ১১ নভেম্বর বেলা ৩টার দিকে শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই দিন সন্ধ্যায় সেখানে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হবে।
এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে একটি সেল গঠন করা হয়েছে। যার নেতৃত্বে রয়েছেন জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, মাহবুব হক ডালিম, সাজিজুর রহমান সাজ। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সফল করার লক্ষ্যে যে কেউ এই সেলে তাদের মূল্যবান পরামর্শ প্রদান করতে পারবেন। ফেসবুকের মাধ্যমেও পরামর্শ দিতে পারেন।
জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্মআহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান জানানদ, স্বাধীনতার পর সবচাইতে বড় যুব সমাবেশ অনুষ্ঠিত হবে মেহেরপুরে। অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জেলা যুবলীগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে তারা জানান।