মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প (ডিএইঅঙ্গ) আওতায় জনসচেতনতার লক্ষ্যে মেহেরপুরের মুজিবনগরে বর্ণাঢ্য কৃষক র্যালি গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলা কৃষি অফিস এ কৃষক র্যালি আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিনের নেতৃত্বে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। উপজেলা কৃষি অফিসার মুহা. মোফাকখারুল ইসলামসহ এলাকার বিভিন্ন প্রান্তের কৃষকবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করে।