মাছ দেখতে যতারপুরে ভিড়

 

কালো চক্রাবক্রা মাছটা বিরল প্রজাতির। মাঝে মাঝে দেখা মেলে। কয়েক বছর আগে চুয়াডাঙ্গার মাখালডাঙ্গায়, তার পর আলমডাঙ্গায়। এরপর একই প্রজাতির প্রায় ৬শ গ্রাম ওজনের একটি মাছ গতপরশু ধরা পড়েছে মেহেরপুর মুজিববনগরের যতারপুর গ্রামের মোমিনখালী দোহায়। গত পরশু সোমবার মাছটি ধরে ইন্তাদুল তার বাড়িতে রাখলে উৎসুক জনতা দেখার জন্য ভিড়জমাতে শুরু করে। অদ্ভুত আকৃতির মাছটি দেখে নানা জনে নানা মন্তব্য করলেও অভিজ্ঞজনের অভিমত, বিরল প্রজাতির এসব মাছ সংরক্ষণের তেমন উদ্যোগ নেই।

Leave a comment