স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের অনুদানকৃত ৬ লাখ ৪৫ হাজার টাকা ৩৪টি সমিতির মাঝে চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুদানের চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর চেক বিতরণের আয়োজন করে।
বাংলাদেশ মহিলা বিষয়ক অধিদফতরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমিতিসমূহের অনুকূলে ২০১৫-২০১৬ অর্থবছরে জেলার চার উপজেলার ৩৪টি সমিতির মাঝে ৬ লাখ ৪৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৮, আলমডাঙ্গা উপজেলায় ১৩, দামুড়হুদা উপজেলায় ৭ ও জীবননগর উপজেলায় ৬টি স্বেচ্ছাসেবী সমিতি রয়েছে। সাধারণ ক্যাটাগরিতে ২৫ হাজার টাকা করে ৯টি, ২০ হাজার টাকা করে ৯টি এবং ১৫ হাজার টাকা করে ১৬ টি সমিতি এই টাকা পেয়েছে।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক সায়মা ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা ও অধ্যক্ষ (অব.) সিদ্দিুকুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন দামুড়হুদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, অনুদানের টাকা যাতে সঠিক কাজে ব্যয় হয় সেদিকে নজর রাখবেন। মনে রাখবেন নারীরা দেশের জনসংখ্যার অর্ধেক। এ জনসংখ্যাকে বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। বাল্যবিয়ে প্রতিরোধ ও যৌতুকবিরোধী বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখবেন।