ব্যক্তি উদ্যোগে পার্ক নির্মাণ উৎসাহিত করা হবে

জীবননগরে জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু গতকাল সোমবার জীবনগর উপজেলায় ব্যস্ততম দিন অতিবাহিত করেছেন। তিনি সীমান্ত ইউনিয়ন পরিদর্শনসহ জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়, শাখারিয়া মাদরাসা পরিদর্শন ও নতুনপাড়ায় বিনোদনের জন্য গড়ে ওঠা ফরমান মণ্ডলের বাগানবাড়ি ঘুরে দেখেন। জেলা পরিষদ প্রশাসক বিকেলে ফরমান মণ্ডলের বাগানবাড়িতে গিয়ে পৌঁছুলে এর ব্যবস্থাপনা পরিচালক বদর উদ্দিন বাদল তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি বিনোদনের জন্য গড়ে তোলা বাগানবাড়িটি ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন, সীমান্ত এলাকায় ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা পার্কটি চমৎকার। মানুষ তার যান্ত্রিক জীবন থেকে একটু বিনোদনের জন্য এ ধরণের পার্ক বেছে নিতে পারেন। তিনি বলেন বিনোদনের জন্য ব্যক্তি উদ্যোগে এ ধরণের পার্ক নির্মাণে জেলা পরিষদের পক্ষ থেকে উৎসাহিত করা হবে।

ফরমান মণ্ডলের বাগানবাড়ি পরিদর্শনকালে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, বাগানবাড়ির ব্যবস্থাপনা পরিচালক সাবেক ইউপি সদস্য বদর উদ্দিন বাদল, আশাদুল ইসলাম, ফয়সাল ও ছাত্রলীগ নেতা আল মামুন রনি প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তিনি সীমান্ত ইউনিয়ন পরিদর্শনসহ জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, ইউপি সদস্য আব্দুল কাদের, ইমাদ উদ্দিন, আব্দুল মোমিন, আরজাম হোসেন, আসাদ মিয়া, ইসরাফিল হোসেন, আব্দুল আলিম, আব্দুস সালাম, জহুরুল ইসলাম, আদুরি খাতুন, তহুরা খাতুন ও মর্জিনা খাতুন উপস্থিত ছিলেন। পরবর্তীতে তিনি শাখারিয়া মাদরাসা পরিদর্শন করেন। মাদরাসার মুহতামিম হাফেজ ইকবাল হুসাইন মাদরাসায় তাকে স্বাগত জানান। এ সময় তিনি এ মাদরাসাটির উন্নয়নে পরবর্তীতে আরো অনুদান প্রদান করবেন বলে প্রতিশ্রুতি দেন।