মুক্ত দাউদ মার্চে্টের অবস্থান নিয়ে অস্পষ্টতা

মুক্ত দাউদ মার্চেন্টের অবস্থান নিয়ে অস্পষ্টতা

মাথাভাঙ্গা মনিটর: ভারতীয় সন্ত্রাসী আবদুর রউফ ওরফে দাউদ মার্চেন্টকে কারাগার থেকে ছেড়ে দেয়ার কথা জানিয়েছে কারা কর্তৃপক্ষ। গতকাল রোববার বিকেলে তাকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয়া হয়। তবে ছাড়া পেয়ে তিনি কোথায় আছেন, সে বিষয়ে কোনো সংস্থাই কিছু বলছে না। কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবির বলেন, ‘রোববার বিকেল সাড়ে চারটার দিকে দাউদ মার্চেন্টকে মুক্তি দেয়া হয়। এরপর তার অবস্থান কোথায়, সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’
কারাগার থেকে দাউদ কীভাবে বেরিয়ে গেছেন, জানতে চাইলে জাহাঙ্গীর কবির বলেন, ‘কারাগারের অফিস কক্ষ থেকে তাকে ছেড়ে দেয়ার পর তিনি কীভাবে গেছেন, সেটি জানা নেই। তার মতো শত শত আসামি আছেন, যারা ছাড়া পাচ্ছেন প্রতিদিন। কে কোন দিকে যান, তা দেখা সম্ভব নয়।’ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, তার সাজাভোগের মেয়াদ শেষ হয়েছে। এজন্য ছেড়ে দেয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুশ ব্যাক-পুশ ইনের বিষয়ে তিনি কিছু জানেন না।

লিবিয়ায় ৬৫ বাংলাদেশি উদ্ধার : পাচারকারী গ্রেফতার

মাথাভাঙ্গা মনিটর: লিবিয়ার রাজধানী ত্রিপলিতে মানবপাচারকারীর গোপন আস্তানা থেকে ৬৫ বাংলাদেশিকে মুক্ত করেছে দেশটির পুলিশ। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ৪ জন বাংলাদেশি মানবপাচারকারীকে আটক করেছে যারা এই ব্যক্তিদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিলো। লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। মানবপাচারকারী হিসেবে আটক ব্যক্তিদের মধ্যে রানা ভট্টাচার্যকে নেতা বলা হচ্ছে। এছাড়া দলের অন্য তিনজন হচ্ছেন হাফিজুল শেখ, সুমন শরিফ ও মো. ওয়ালিউর রহমান। দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়,  তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে অবৈধভাবে লিবিয়ায় নতুন কর্মীদেরকে এনে তাদেরকে গোডাউনে আটকে রেখে অতিরিক্ত অর্থ আদায় করত বলে অভিযোগ পাওয়া গেছে।  নতুন আগতদের মধ্যে কতিপয় কর্মীকে অবৈধভাবে সাগর পথে ইতালি প্রেরণের কাজেও জড়িত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে।

 

Leave a comment