নেশার চোরাস্রোতে তলিয়ে যেতে বসেছে তরুণসমাজ
স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় ঝিনাইদহ ও কুষ্টিয়ায় গণপরিবহনে মাদকবিরোধী স্টিকার লাগানো কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবপ্রশাদ পাল। চুয়াডাঙ্গায় কার্যক্রমের যৌথ উদ্যোগ নেয় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আসলাম হোসেন, পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম, উপপরিদর্শক আবুল কালাম আজাদ, সার্জেন্ট এসআই নুরুজ্জামান, এএসআই বিএম সিদ্দিকুর রহমানসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা, পুলিশ প্রশাসন ও বিআরটি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নেশার চোরাস্রোতে তলিয়ে যেতে বসেছে তরুণসমাজ। মাদকাসক্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকরা। মাদক পাচার এবং মাদকাসক্তির হার কমানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন সরকার। তবে এ পাপের আগ্রাসন ঠেকানোর জন্য জরুরি হয়ে পড়েছে সবার সম্মিলিত উদ্যোগ। মাদকের বিরূপ প্রভাব সম্পর্কে সবার মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। জনসাধারণকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করতেই পরিবহণে মাদক বিরোধী স্টীকার লাগানো হচ্ছে। পরে সড়কে চলাচলকারী পরিবহনগুলোতে মাদক বিরোধী স্টিকার লাগানো হয়।
মেহেরপুর অফিস জানিয়েছে, মাদক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মেহেরপুরের বিভিন্ন গণপরিবহনে স্টিকার লাগানোর কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী গণপরিবহনে মাদকবিরোধী সচেতনতামুলক ষ্টিকার লাগানো কর্মসুচীর অংশ হিসেবে এ কর্মসূচী পালন করা হয়। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর বাসষ্ট্যান্ডে এ কর্মসুচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রশিদুল মান্নাফ কবীর। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর বিআরটিএ মোটরযানের পরিদর্শক এসএম সবুজ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রক পরিদর্শক আসলাম আলী মণ্ডল, মেহেরপুর বিএরটিএ সিল ম্যাকানিক্স আবুল হাসান মিঠু, জেলা উন্নয়ন ফোরামের প্রেসিডেন্ট সাংবাদিক রফিক-উল আলম ও মহাসচিব আতাউর রহমান, জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সাবেক সভাপতি অনন্ত কুমার সাহা প্রমুখ।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহে গণপরিবহনে মাদকবিরোধী স্টিকার সংযোজন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক রাসেল আলী, বাংলাদেশ স্কাউটস জেলা শাখার সিনিয়র ইনস্ট্রাক্টর রেজা-উদ-দৌলা খান, শহীদুল ইসলাম, আব্দুল আজিজ খান, দুরন্ত এনজিও’র সাধারণ সম্পাদক মিরাজ জামান রাজ, শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেলা বেগম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এএসআই হাফিজুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও রোভার স্কাউটসের সদস্যরা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, কুষ্টিয়ায় গণপরিবহনে মাদকবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগানো কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে শহরের চৌড়হাস মোড়ে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক জহির রায়হান। এ সময় তিনি বলেন, ভয়াবহ মাদকের মারণ নেশায় যুবসমাজ অন্ধকারে ডুবে যাচ্ছে। মাদকের সহজলভ্যতার কারণে উঠতি বয়সি যুবসমাজ নেশায় আসক্ত হয়ে বিপদগামী হয়ে উঠছে। নেশার টাকা জোগাড় করতে তারা চুরি-ছিনতাইসহ নানা অপরাধকর্মে জড়িয়ে পড়ছে। মাদকের কুফল সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে দেশের মিডিয়াগুলোকে আরও সোচ্চার হতে হবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান, বিআরটিএ’র পরিদর্শক মুছা প্রমুখ।