চুয়াডাঙ্গায় খাবার হোটেলসহ দুই স্টোরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিভিন্ন অপরাধে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আল আমিন হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাসি-পচা খাবার বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সামসুজ্জামান বিকেলে চুয়াডাঙ্গা জেলা শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। চুয়াডাঙ্গা বড়বাজারের হক স্টোরে নিষিদ্ধ ও লেবেল বিহীন বডিস্প্রে, লোশন ও জেল বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। মুন্সি স্টোরে একই অপরাধে এক হাজার টাকা জরিমানা করেন আদালত। আদালতকে সহযোগিতা করেন মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম ও বেঞ্চ সহকারী নাজমুল হক।

Leave a comment