আজ বিপিএল শুরু

 

স্টাফ রিপোর্টার: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের চতুর্থ আসরের প্রথম দু’দিনের চারটি ম্যাচই পরিত্যক্ত হয়। বাধ্য হয়েই আরো দু’দিন বিপিএল স্থগিত রাখার সিদ্বান্ত নেয় টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল কমিটি। আজ মঙ্গলবার থেকে পুনরায় শুরু হচ্ছে বিপিএল। এজন্য বিপিএলের নতুন সূচিও প্রকাশ করেছে টুর্নামেন্টের গর্ভনিং কাউন্সিল। পাশপাশি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া ম্যাচগুলোও সূচিতে রেখেছে টুর্নামেন্টের গর্ভনিং কাউন্সিল কমিটি। গত শুক্রবার দুপুরে শুরু হয় বিপিএলের চতুর্থ আসর। বৃষ্টির কারণে প্রথম দিন পরিত্যক্ত হয় বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস এবং রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্সের ম্যাচ দু’টি। নতুন সূচীতে এই ম্যাচ দু’টি রাখা হয়েছে। আগামী ৩০ নভেম্বর সন্ধ্যায় মিরপুরে অনুষ্ঠিত হবে কুমিল্লা ও রাজশাহীর ম্যাচটি। ওই দিনের বরিশাল বুলস ও রাজশাহী কিংসের ম্যাচটি ১ ডিসেম্বর সন্ধ্যায় মিরপুরে অনুষ্ঠিত হবে। আগের সূচিতে ১ ডিসেম্বর কোন ম্যাচ ছিলো না। আর উদ্বোধনী দিনে রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্সের পরিত্যক্ত হওয়া দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর। আগের সূচির দ্বিতীয় দিন পরিত্যক্ত হওয়া দুটি ম্যাচও নতুন সূচিতে অন্তর্ভূক্ত করা হয়েছে। পরিত্যক্ত হওয়া বরিশাল বুলস ও চিটাগায় ভাইকিং এর ম্যাচটি হবে ১৪ নভেম্বর। আর ওইদিন সন্ধ্যায় হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটসের ম্যাচটি। আগের সূচিতে ১৪ নভেম্বর কোন ম্যাচ ছিলো না। নতুন সূচি অনুযায়ী উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং ভাইকিংস।