জীবননগর ব্যুরো: জীবননগর আন্দুলবাড়িয়া খাঁজা পারেশ সাহেবের রওজা ও ঈদগা ময়দানে বার্ষিক ইছালে ছাওয়ালে বিনামূল্যে আলোকসজ্জা ও ডেকোরেটরের সামগ্রী একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে সরবরাহ করতে চাইতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনীহার কারণে তা ভেস্তে যেতে বসেছে। প্রশ্ন উঠেছে রওজা কর্তৃপক্ষের স্বচ্ছতা নিয়ে। এ নিয়ে এলাকায় একটি গ্রুপের মধ্যে চাপা অসন্তোষ বিরাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ১৭ নভেম্বর আন্দুলবাড়িয়া খাঁজা পারেশ সাহেবের রওজা ও ঈদগা ময়দানে বার্ষিক ইছালে ছাওয়াল অনুষ্ঠিত হবে। বার্ষিক ইছালে ছাওয়াব অনুষ্ঠানে এলাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মানুষের আগমন ঘটে। ৫৬তম ইছালে ছাওয়াব উপলক্ষে রওজা ও ঈদগা কমিটির উদোগে এলাকায় মাইকিং করে কয়েকটি প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। কমিটির সভায় সুষ্ঠুভাবে বার্ষিক ইছালে ছাওয়াল সর্ম্পূণ করার লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। এ কাজ সম্পন্ন করতে গেলে আলোকসজ্জা ও ডেকোরেটরের পেছনে বড় অংকের টাকা ব্যয় হয়ে থাকে। যা এলাকার মানুষের নিকট থেকে দান নেয়া হয়ে থাকে। কিন্তু এবার আন্দুলবাড়িয়া বাজারের মির্জা ডোকরেটারের স্বত্বাধিকার সাইফুল ইসলাম শিলু মির্জা বিনামূল্যে আলোকসজ্জাসহ ডেকেরেটারের যাবতীয় মালামাল সরবরাহ করার জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন। ডেকোরেটর মালিক শিলু মির্জা অভিযোগ করে বলেন, তিনি গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার অপরাধে তার ডোকোটরের কোনো মালামাল নেয়া হবে না বলে কমিটির পক্ষ থেকে সভাপতি জানিয়ে দিয়েছেন। এ ঘটনায় জনমনে অসন্তোষ দেখা দিয়েছে। বিষয়টি দ্রুত নিরসন করার দাবি জানিয়েছে সচেতন মহল।